

• বারবার উঠে আসছে এই বাঙালিকন্যার নাম। বলিউডের নেপোটিজম, বয়কট করা এই সমস্ত তত্ত্ব এখন অতীত । কাঁটা ঘুরে গিয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে । রিয়ার বিরুদ্ধে একাধিক মারাত্মক অভিযোগ এনে অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং ।


• সুশান্তের কেরিয়ার ধ্বংস করা, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে না দেওয়া, হুমকি, আত্মহত্যায় প্ররোচনা, সুশান্তের টাকা আত্মস্যাৎ করার মতো একাধিক চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে তাতে ।


• শোনা যাচ্ছে, রিয়া নাকি জোর করে সুশান্তকে মানসিক অবসাদগ্রস্ত প্রমাণ করতে চেয়েছিলেন । তাঁকে হুমকি দিতেন, কথা মতো না চললে সেই তথ্য ফাঁস করে দেওয়ার।


• এমনকি কোনও সিনেমা সুশান্ত নেবেন, কোন বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখবেন, কোন বাড়িতে থাকবেন...সবটাই নাকি ঠিক করে দিতেন রিয়া । তিনিই জোর করে সুশান্তকে বিলাসবহুল এই নতুন বাড়িতে উঠে আসতে বাধ্য করেন ।


• লকডাউনের সময় রিয়া-সুশান্ত একসঙ্গেই সেই বাড়িতে থাকছিলেন । কিন্তু তাঁদের মধ্যে কিছু বিষয়ে মনোমালিন্য হয় । ঝগড়া ও হয়েছিল। তাই সুশান্তের মৃত্যুর কিছুদিন আগেই সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন রিয়া। এরপর থেকে নাকি তিনি আর সুশান্তের ফোনও ধরছিলেন না । কোনও সম্পর্ক রাখছিলেন না ।


• সম্প্রতি তিনি জানান, ওই ঝগড়ার পর ৮ জুনই তাঁদের ব্রেক-আপ হয়ে গিয়েছিল। গত এক বছর ধরে লিভ-ইন রিলেসনশিপে ছিলেন তাঁরা ।