

ছোট পর্দার পরিচিত মুখ হিনা খান ৷ তাঁর অভিনয় দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন ৷ বিগ বসে সাড়া জাগানোর পরে হিনা খান বেশ কিছু ছবিতেও কাজ করেছেন ৷ হিনা খানের নতুন মলদ্বীপের ছবি সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ছবির আকর্ষণও অত্যন্ত দুর্নিবার হয়েছে ৷ @realhinakhan/Instagram.


হিনা খান সোশ্যাল মিডিয়ার শিরোনামে সব সময়েই থাকেন ৷ মলদ্বীপে লাল বিকিনিতে তিনি আগুন লাগিয়েছেন ৷ এই ছবিতে হিনার ছবিগুলি সত্যি সত্যি আকৃষ্ট করেছে সবাইকে ৷ @realhinakhan/Instagram.


সমুদ্রের কিনারে হিনা খানের বোল্ড পোজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ ছবিতে হিনা খানের আদা সত্যি সত্যি সবাইকে পাগল করেছে ৷ @realhinakhan/Instagram.


হিনা খানের ছবি সোশ্যাল মিডিয়ায় বহু প্রশংসা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় রং বেরঙের পোশাকে মাত করেছেন, সবাইকে পিছনে ফেলেছেন তিনি ৷ অভিনেত্রীর এই স্টাইল বিশেষ ভাবে নজর কেড়েছে সবার ৷ @realhinakhan/Instagram.


হিনা খান তাঁর এই ভ্যাকেশনের ছবি #HKOnVacay #BossBabe হ্যাশ ট্যাগের সঙ্গে শেয়ার করেছেন ৷ @realhinakhan/Instagram.


বিগ বস ১৪তে হিনা খান, সিদ্ধার্থ শুক্লা, গহর খান বিগ বসের ঘরে তুফানি সিনিয়র হিসাবে প্রবেশ করেছেন ৷ তাঁদের খেলা ভক্তদের ভালই লেগেছিল ৷ @realhinakhan/Instagram.