

বিয়ে মানে অনেক স্বপ্ন। বেশ খানিকটা রূপকথার মতো। বিয়ে যদি রাজকন্যার হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। বলি তন্বীরা রাজকন্যার চেয়ে কম যায় কোথায়। ঐশ্বর্য থেকে দীপিকা, তাঁদের বিয়ে ছিল দেখার মতো। গোটা বিয়ের কথা থাক, বিয়ের আংটির দাম শুনলে হতবাক হতে বাধ্য। বলিকন্যার বিয়ের আংটির কিসসা নিয়ে হাজির নিউজ 18 বাংলা।


রণবীর-দীপিকার প্রেম থেকে বিয়ে সব কিছুর মধ্যেই রয়েছে একটু অভিনবত্ব। বিদেশে গিয়ে বিয়ে করলেন। দেশে ফিরে এক গুচ্ছ রিসেপশন পার্টি। নায়িকার শুধু হীরেতে বোধহয় মন ভরে না। তাই তো বিয়েতে ডিপসকে হীরে বসানো প্ল্যাটিনমের আংটি দিয়েছেন রণবীর। এই আংটির দাম ২.৫ কোটিরও বেশি।


'গজনি' ছবিটির কথা মনে আছে নিশ্চয়ই। মোবাইল কোম্পানির মালিকের সঙ্গে আসিনের প্রেম। বাস্তব জীবনেও এমনটাই ঘটে নায়িকার সঙ্গে। মোবাইলে কোম্পানির মালিক রাহুল শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আসিন। বিয়েতে ২০ ক্যারটের হীরের আংটি নায়িকার হাতে পরিয়ে দেন রাহুল। যার দাম ৬ কোটি টাকা।


নিন্দুকেরা বলেন অর্থের জন্যই নাকি রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা শেট্টি। সে যাই হোক, তবে নায়িকার বিয়ের আংটি দেখে অনেকেরই ঈর্ষা হতে পারে। ২০ ক্যারটের হীরের আংটির দাম ৩ কোটি টাকা। আসিনের চেয়ে শিল্পার হীরের খানিক দাম কম। তবে ৩ কোটি টাকাও মুখের কথা নয়।


[caption id="attachment_475554" align="aligncenter" width="720"] দেশি গার্ল প্রিয়াঙ্কা কিন্তু বিদেশি পাত্রকে বিয়ে করলেও, বিয়েটা ভিন দেশে করেননি। নিক তাঁকে প্রচুর উপহার দিয়েছেন। তবে এনগেজমেন্ট রিং-টা তাক লাগিয়ে দেওয়ার মতো। হীরে খোদাই করা প্ল্যাটিনম-এর আংটির দাম ২ কোটির চেয়েও বেশি। [/caption]


বিরাট আয়োজন করে বিয়ে করেছেন অনুষ্কা। গোপনীয়তা বজায় রাখার জন্য এই দম্পতির আলাদা নম্বর প্রাপ্য। অনুষ্কাকে বিয়েতে ১ কোটি টাকার হীরের আংটি দিয়েছেন বিরাট। নায়িকার আংটি, ক্রিকেটার বর সব কিছুই ঈর্ষা করার মতো।


লন্ডনের ধনী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মাসক্কলি গার্ল। মুম্বইয়েই বিয়ের যাবতীয় অনুষ্ঠান সেরেছেন সোনম-আনন্দ। নায়িকার মেকআপ, আউটফিট তাক লাগিয়েছে সকলকে। তবে শো স্টিলার তাঁর ৯০ লাখ টাকার হীরের আংটি। আনন্দের পছন্দ বেশ ভাল বলতেই হয়।


বেগমের বিয়ের সাজ চোখ ধাঁধানো মতো হবেই। পতৌদি প্যালেস, কারিনার প্রাপ্তি কম কিছু নয়। নবাব সইফ ভরিয়ে দিয়েছেন নায়িকাকে। বিয়েতে ৭৫ লাখ টাকার হীরের আংটি বেবোকে উপহার দিয়েছিলেন তিনি।