

যে সব বাঙালি মেয়েরা বলিউডে পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নিয়েছেন, তাঁদের মধ্যে মৌনি রায়ের নাম আলাদা করে না নিলেই নয়। বিশেষ করে আজকের দিনে তো বটেই! কেন না আজ তাঁর জন্মদিন। তো, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করা নায়িকার ৩৪তম জন্মদিনে সবার আগে একবার ফিরে দেখা যাক তাঁর তারকা হয়ে ওঠার যাত্রা।


কোচবিহারে বড় হওয়া মেয়েটি পড়াশোনায় ভাল ছিলেন। ইচ্ছে ছিল সাংবাদিক হওয়ার। জামিয়া মিলিয়া ইসলামিয়া-তে পড়তে পড়তেই বুঝেছিলেন মৌনি, তিনি আসলে অন্য কিছুর জন্য তৈরি। বলিউডের ঝাঁ-চকচকে জগত তাঁকে তখন হাতছানি দিয়ে ডাকছে। তাই মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিলেন।


একতা কাপুরের 'কিউকি সাস ভি কভি বহু থি' ধারাবাহিক দিয়েই হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখা এই অভিনেত্রীর। সেখানে তাঁর চরিত্র ছিল কৃষ্ণা তুলসীর। 'দেবো কে দেব মহাদেব' নামের পৌরাণিক কাহিনি-নির্ভর ধারাবাহিকে সতীর চরিত্রে খুব জনপ্রিয় হন তিনি। 'নাগিন' ধারাবাহিকের শিবন্যা চরিত্রটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল তাঁর রূপ এবং অভিনয়-প্রতিভা।'ঝলক দিখলা যা' নামের নাচের রিয়্যালিটি শো-তে তিনি ফাইনাল পর্বে পৌঁছেছিলেন। সেখানে তাঁর পার্টনার ছিলেন পুনিত পাঠক। ২০১৮ সালের অক্ষয় কুমার অভিনীত 'গোল্ড' ছবিটিই তাঁর বলিউডের প্রথম টিকিট। ২০১৯-এ মৌনিকে জন আব্রাহামের সঙ্গে দেখা গিয়েছে 'রোমিও আকবর ওয়াল্টার' ছবিতে। রাজকুমার রাও অভিনীত' মেড ইন চায়না' ছবিতেও তিনি নজর কেড়েছেন দর্শকের। জি অরিজিনালের 'লন্ডন কনফিডেনশিয়াল' ছবিতেও মৌনির অভিনয় খুবই প্রশংসিত হয়েছে।


ভ্রমণবিলাসী মৌনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। রীতিমতো সাহসী পোশাকে নিয়মিত ইন্সটাগ্রামে শেয়ার করেন নিজের ছবি। সাগরের মাঝে এক নৌকোয় বসে আছেন মৌনি। গায়ে সাদা চাদর জড়ানো। ছবিটি উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।ট্র্যাডিশনাল পোশাকেও তিনি সমান স্বচ্ছন্দ। লখনৌ চিকনের কাজ করা সাদা সালোয়ার স্যুটে মোহময়ী লাগছে তাঁকে। সঙ্গে তাল মিলিয়েছে রুপোলি কানের ঝুমকো।