হোম » ছবি » বিনোদন » ‘‌খারাপ সময়ে গোবিন্দার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ছবি, সরিয়ে দিয়েছিল বলিউড’‌

‘‌খারাপ সময়ে গোবিন্দার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ছবি, সরিয়ে দিয়েছিল বলিউড’‌

  • Bangla Editor

  • 15

    ‘‌খারাপ সময়ে গোবিন্দার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ছবি, সরিয়ে দিয়েছিল বলিউড’‌

    • সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে নেপোটিজম নিয়ে বারবারই প্রশ্ন উঠে আসছে। একে একে এই নিয়ে মুখ খুলেছেন অনেক নবীন ও প্রবীন অভিনেতা অভিনেত্রীরা। এবার মুখ খুললেন সুপারস্টার শত্রুঘ্ন সিনহা। তিনি একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তুলে আনলেন আরও এক সুপারস্টারের বলিউড থেকে হারিয়ে যাওয়ার প্রসঙ্গ। গোবিন্দার সিনেমা জগত থেকে হারিয়ে যাওয়ার সেই প্রসঙ্গই এখন আলোচিত হচ্ছে বি টাউনে।

    MORE
    GALLERIES

  • 25

    ‘‌খারাপ সময়ে গোবিন্দার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ছবি, সরিয়ে দিয়েছিল বলিউড’‌

    • কী বলেছেন শত্রুঘ্ন?‌ তিনি মনে করেন, কিশোর কুমার, সোনু নিগমের মতো গোবিন্দাও একজন সম্পূর্ণ অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতা, ক্ষমতা, নাচের কৌশলে তিনি নিজেকে একজন সুপারস্টার হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। নিজেই নিজের একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। কিন্তু যখন তাঁর জীবনে, সিনেমা জগতে ধীরে ধীরে ব্যর্থতা আসতে শুরু করেছে তখনই তাঁকে একেবারে ঝেড়ে ফেলে দিয়েছে বলিউডের একটি গোষ্ঠী।

    MORE
    GALLERIES

  • 35

    ‘‌খারাপ সময়ে গোবিন্দার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ছবি, সরিয়ে দিয়েছিল বলিউড’‌

    • মানে, কেউ গোবিন্দার পাশে দাঁড়ায়নি। এছাড়াও আরও মারাত্মক অভিযো‌গ করেছেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেছেন, এমনও সময় এসেছে, যখন গোবিন্দার কাছ থেকে একের পর এক ছবি সরিয়ে নেওয়া হয়েছে অনৈতিকভাবে। একটি ছবির কাজ চলাকালীন, শ্যুটিং শুরু হয়ে যাওয়ার পরেও গোবিন্দাকে সরিয়ে অন্য একজনকে ছবিতে সুযোগ দেওয়া হয়েছে। এভাবে ধীরে ধীরে সরে গিয়েছেন তিনি।

    MORE
    GALLERIES

  • 45

    ‘‌খারাপ সময়ে গোবিন্দার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ছবি, সরিয়ে দিয়েছিল বলিউড’‌

    • একথা সত্যি, একটা সময়ের পর ধীরে ধীরে সিনে জগত থেকে সরে যেতে দেখা গিয়েছে গোবিন্দাকে। সেই কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি। তিনি মনে করেন গোবিন্দার মধ্যে এতটাই প্রতিভা ছিল যে অনেকের রোল মডেল হয়ে উঠেছিলেন তিনি।

    MORE
    GALLERIES

  • 55

    ‘‌খারাপ সময়ে গোবিন্দার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ছবি, সরিয়ে দিয়েছিল বলিউড’‌


    • একসময়ে বিদেশে গোবিন্দার নাচ নকল করতেন অনেকে। সেই গোবিন্দাকেই সরিয়ে দেওয়া হল। কেবল মাত্র একটি বিশেষ গোষ্ঠীর মদতে এটি হয়েছে বলে অভিযোগ করেন শত্রুঘ্ন। এছাড়া এই সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াতের পাশেও দাঁড়ান শত্রুঘ্ন। তিনি বলেন, কঙ্গনার সঙ্গে যেটা করা হচ্ছে, সেটা অন্যায়। এভাবে একজনকে অবসাদের রোগী বানিয়ে সত্যি কথা চাপা দেওয়ার চেষ্টা করা ঠিক নয়। আর কঙ্গনা ঠিক না ভুল, সেটা বিচার করছেন যাঁরা, তাঁদের কে বলেছে এসব বিচার করতে?‌

    MORE
    GALLERIES