Home » Photo » entertainment » Bollywood Gossip: দীর্ঘ তালিকা, ২০২২-এর মাত্র ছ'মাসেই মহাইন্দ্রপতন! লতা মঙ্গেশকর-সন্ধ্যা মুখোপাধ্যায়-বাপ্পি লাহিড়ি-তরুণ মজুমদার-কেকের প্রয়াণ
Bollywood Gossip: দীর্ঘ তালিকা, ২০২২-এর মাত্র ছ'মাসেই মহাইন্দ্রপতন! লতা মঙ্গেশকর-সন্ধ্যা মুখোপাধ্যায়-বাপ্পি লাহিড়ি-তরুণ মজুমদার-কেকের প্রয়াণ
Bollywood Gossip: অভিষেক চট্টোপাধ্যায়, শেন ওয়ার্ন, নারায়ণ দেবনাথ-সহ একগুচ্ছ তারকারা গিয়েছেন না ফেরার দেশে
গত ৬ ফেব্রুয়ারি ২০২২ পৃথিবীকে আলবিদা করেছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর ৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ভারতরত্ন লতা মঙ্গেশকরের ৷ ফাইল ছবি ৷
2/ 15
১১ ফেব্রুয়ারি বাঙালিদের জন্য অত্যন্ত কালো দিন কেননা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ হয় ৷ সঙ্গে সঙ্গেই বাঙালির সুরেলা গলায় গান শোনার অভ্যাস শুধুমাত্র রেকর্ডি-এই সীমিত হয়ে যায় কেননা ৷ পৃথিবীকে বিদায় জানান সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ ফাইল ছবি ৷
3/ 15
৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার ৷ ফাইল ছবি ৷
4/ 15
১৮ জানুয়ারিতে প্রয়াত হন নারায়ণ দেবনাথ, বাঙালির কমিক, চিত্রশিল্পী, একই সঙ্গে বাঙালির চির মননের সঙ্গী ছিলেন নারায়ণ দেবনাথ, বার্ধক্যাজনিত কারণে প্রয়াত হন ৷ ফাইল ছবি ৷
5/ 15
১৫ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছে বাপ্পি লাহিড়ি ৷ Obstructive Sleep Apnea রোগের ফলেই ৬৯ বছর বয়সে প্রয়াত হন তিনি ৷ ফাইল ছবি ৷
6/ 15
কথক নৃত্যের সম্রাট বিরজু মহারাজ ৮৩ বছর বয়সে প্রয়াত হন ৷ হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছিলেন পদ্মবিভূষণ বিরজু মহারাজ ৷ নৃত্যের পাশাপাশি বিরজূ মহারাজ একজন জনপ্রিয় গায়কও ছিলেন ৷ ফাইল ছবি ৷
7/ 15
বিআর চোপড়ার মহাভারতের ভীম তথা বলিউড তারকা প্রবীণ কুমার প্রয়াত হন ৷ অভিনয়ে আসার আগে প্রবীণ কুমার একজন ক্রীড়াবিদ ছিলেন ৷ এশিয়াডে ২টি সোনা, একটি রুপো ও ব্রঞ্জের পদকও তাঁর ঝুলিতে ছিল ৷ ফাইল ছবি ৷
8/ 15
বলিউডের জনপ্রিয় পরিচালক রবি টন্ডন ১১ ফেব্রুয়ারি প্রয়াত হন ৷ অমিতাভ বচ্চনের মজবুর, খুদ্দারের মত হিট ছবির পরিচালনা করেছিলেন রবি টন্ডন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৮৬ বছর ৷ ফাইল ছবি ৷
9/ 15
খেলার দুনিয়ার কিংবদন্তি ব্যক্তিত্বরা প্রয়াত হয়েছেন, কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন, রড মার্শ প্রয়াত হন হৃদরোগে আক্রান্ত হন, ৪৬ বছর বয়সে প্রয়াত হন অ্যান্ড্রু সায়মন্ডস ৷ প্রাক্তন ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক প্রয়াত হন ৷ ফাইল ছবি ৷
10/ 15
বলিউডের তারকা গায়ক কেকের আকস্মিক প্রয়াণে স্তম্ভিত গোটা দেশ, কলকাতায় লাইভ কনসার্টে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ৷ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময়ে সিড়ি থেকে পড়ে গিয়েই এই বিপত্তি ঘটে ৷ ফাইল ছবি ৷
11/ 15
অন্যতম জনপ্রিয় গায়ক ভূপিন্দর সিং-এর প্রয়াণ মুম্বইয়ে হয় ১৯ জুলাই ২০২২-এ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর ৷ অত্যন্ত ভারী আওয়াজের জন্য পরিচিত ছিলেন ভূপিন্দর সিং ৷ বলিউডের বেশ কিছু গান তাঁর গলায় রেকর্ড করা হয়েছে ৷ ফাইল ছবি ৷
12/ 15
২৪ মার্চ ২০২২, ৫৭ বছর বয়সে প্রয়াত হন জনপ্রিয় নায়ক অভিষেক চট্টোপাধ্যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন টলিউডের মিঠুদা ৷ তাঁর মৃত্যুতে টলিউডের ব্যাপক ক্ষতি হয় ৷ ফাইল ছবি ৷
13/ 15
জনপ্রিয় সন্তুর বাদক শিবকুমার শর্মা প্রয়াত হয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে ৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর বয়স ৷ ফাইল ছবি ৷
14/ 15
২০২২ এর মাত্র সপ্তম মাস চলছে ৷ এরই মধ্যে প্রয়াত হয়েছেন বিনোদন জগতের বেশ কিছু জনপ্রিয় মানুষেরা ৷ টিভি সিরিয়াল ভাবিজি ঘর পর সলমন অর্থাৎ দীপেশ ভানের মৃত্যুর খবর হয়রান করেছে ৷ ফাইল ছবি ৷
15/ 15
দীপেশ ক্রিকেট খেলতে খেলতে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ৷ হাসপাতালে পৌঁছতে ই মৃত বলে তাঁকে ঘোষণা করা হয়েছে ৷ ফাইল ছবি ৷