ফের যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন রাখি সাওয়ান্ত (Bollywood's Drama Queen Rakhi Sawant) ৷ বিভিন্ন রিয়্যালিটি শো, কিছু ছায়াছবির দরুন আজ রাখি সাওয়ান্ত প্রতিটি মানুষের কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ৷ ফাইল ছবি ৷
2/ 12
বিগ বসই (Bigg Boss) তাঁর জীবনের অন্যতম জনপ্রিয় শো ৷ তারপর থেকেই আস্তে আস্তে স্পটলাইটে এসেছেন রাখি সাওয়ান্ত ৷ ফাইল ছবি ৷
3/ 12
রাখি সাওয়ান্তকে ড্রামা ক্যুইন বা নাটকের রানি বলেও অনেকে ডাকেন ৷ যেকোনও কথা বলতে তিনি কখনই কোনও রাখঢাক করেন না ৷ ফাইল ছবি ৷
4/ 12
বিগ বস ১৪ এর প্রতিযোগী রাখি সাওয়ান্ত সব থেকে বড় ইচ্ছা ছিল বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) বিয়েতে তাঁদের কন্ডোম (Condom Gifts) উপহার দেবেন ৷ ফাইল ছবি ৷
5/ 12
ফিল্মিবিটের সঙ্গে কথা বলতে গিয়ে রাখি সাওয়ান্ত (Rakhi Swanat) জানিয়েছেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা বর্তমানে অন্যতম সুখী দম্পতি ৷ ফাইল ছবি ৷
6/ 12
তাঁরা সবে তখন বিবাহিত জীবনে পা রেখেছিলেন, নিজের কন্ডোম (Condoms) তাঁদেরকে পাঠাতে চেয়েছিলেন যাতে সুরক্ষিত ভাবে যৌন জীবন উপভোগ করতে পারেন ৷ ফাইল ছবি ৷
7/ 12
তিনি মনে করেন তাঁর কান্ডোম অত্যন্ত স্পেশ্যাল ৷ বাজারে তাঁরাই একমাত্র কন্ডোম প্রস্তুতকারী সংস্থা যারা একসঙ্গে অনেক রকমের সুগন্ধি কন্ডোম বাজারে নিয়ে এসেছে ৷ ফাইল ছবি ৷
8/ 12
এর মাধ্যমেই যৌন জীবন অত্যন্ত ভাল ভাবে উপভোগ করতে পারবেন তিনি ৷ তৃপ্তিতে ভরে উঠবে বিবাহিত জীবনের প্রতিটি মুহূর্ত ৷ বিন্দু বিন্দু অংশতে বেশি উপভোগ্য হতে পারে ৷ ফাইল ছবি ৷
9/ 12
এখানেই থেমে থাকেননি রাখি সাওয়ান্ত সরকারি সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন রাখি সাওয়ান্ত তিনি জানিয়েছেন বিপাশা বসু ও সানি লিওন কন্ডোমের বিজ্ঞাপন যখন করতেন তখন কোনও সমস্যা হয়নি ৷ ফাইল ছবি ৷
10/ 12
তিনি কন্ডোমের বিজ্ঞাপন (Condom Ads) করার সময়েই সরকার কন্ডোমের বিজ্ঞাপন দেওয়ার সময় সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত বন্ধ করেছে ৷ তিনি প্রশ্ন কন্ডোমের বিজ্ঞাপন সেই সময়ে বন্ধ করলেই কি সব সমস্যা মিটবে? ফাইল ছবি ৷
11/ 12
ভারতের সবাই এইডসে আক্রান্ত হবেন ৷ শিশু বা কিশোর না যদি এই বিজ্ঞাপন না দেখে তাহলে সঠিক সিদ্ধান্ত নেবে কী করে তারা ৷ কন্ডোম বিজ্ঞাপন সম্প্রচারিত করার সময় নির্দিষ্ট অংশ সম্পাদন করতে পারেন ৷ ফাইল ছবি ৷
12/ 12
অভিনেত্রী হয়ে বলিউডে পা রাখার বিরাট স্বপ্ন ছিল রাখির মধ্যে কিন্তু কীভাবে তিনি কন্ট্রোভার্সি ক্যুইনে পরিণত হলেন তা বুঝতেই পারা যায়নি ৷