

একনামে চেনে গোটা বলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা এখন তার যাতায়াত অবাধ। সফল ভাবে ইঞ্জিনিয়ারিং শেষ করেও বেছে নেন অভিনয় জগত। তিনি গহনা বশিষ্ঠ। কোনও ছবির জন্য নয়, এখন শিরোনামে অন্য কারণে। অভিযোগ তিনি মুম্বই জুড়ে পর্নোগ্রাফির ব্য়াবসার মূল মাথা ছিলেন তিনি


সেখানেই উঠতি অভিনেত্রী, কম বয়সি ছেলেদের ব্যবহার করে রমরমিয়ে চলছিল কারবার। অবশেষে খেলা সাঙ্গ হল। দিন কয়েক আগেই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার মুম্বই নিবাসী টেলিভিশন অভিনেত্রী গহনা বশিষ্ঠকে।


গহনার নিজস্ব প্রোডাকশন হাউস ছিল। বাইরে থেকে দেখে মনে হবে ওয়েব সিরিজ এবং সিরিয়াল শ্যুট হচ্ছে। কিন্তু আসলে চলত দেদার পর্নোগ্রাফি ভিডিও তৈরি করা এবং তা অনলাইনে আপলোড করা হয়েছিল।


ছত্তীশগড়ের মেয়ে গহনা শিক্ষিত পরিবারের মেয়ে। বাবা স্কুল শিক্ষাকর্মী, দিদিমা স্কুল অধ্যক্ষা। কেউ ভাবতেও পারেননি এই কাজ তিনি করতে পারেন।


৩২ বছর বয়সি গহনার আসল নাম বন্দনা তিওয়ারি। টেলিভিশনের জগতে আসার আগে মিস এশিয়া বিকিনি অ্যাওয়ার্ড জেতেন তিনি। ৮০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।