সুহানা -শাহরুখ কন্যা ৷ তবে এখন তিনি নেটিজেনদের মধ্যে এতটাই জনপ্রিয় যে তাঁর একটা ছবি থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ৷ ঠিক একইভাবে ভাইরাল হয়েছে আরিয়ান, আব্রামের সঙ্গে তাঁর মালদ্বীপে ছুটি কাটানোর ছবি ৷
2/ 4
শাহরুখ ও গৌরী তিন ছেলেৃমেয়েকে নিয়ে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন ৷ সেখানেই জানা গেল ফাঁকা সময়ে কী করেন শাহরুখের হিট ও হট কন্যা ৷
3/ 4
সেলিব্রিটি কিড এই তিন জনের মধ্যে সুহানা এক নম্বরে রয়েছেন ৷ নিজের বন্ধুবান্ধবদের সঙ্গেও তিনি যথেষ্ট সময় কাটান.পড়াশুনো করেন , থিয়েটার করেন ৷
4/ 4
ফাঁকা সময়ে খুদে আব্রামের সঙ্গে ছবি আঁকেন দাদা ও দিদি. আরিয়ান ও সুাহানা ৷