এক ভিলেন রিটার্নস মুক্তির পর থেকেই স্পটলাইটে। শর্টস ও শার্টে হট লুক তারা সুতারিয়ার। আমাজন প্রাইম ভিডিওর একটি ইভেন্টে হাজির অনন্যা পান্ডে। পরনে থ্রি পিস ফ্লোরাল সেট। বরাবরের মতো উজ্জ্বল সাজ। লাল রঙের কো অর্ড সেটে করণ জোহর। সম্পর্ক নিয়ে তাঁদের গুজব লেগেই থাকে। বিমানবন্দরে কিয়ারা আজবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সপরিবারে বিদ্যা বালন, সিদ্ধার্থ রায় কাপুর, আদিত্য রায় কাপুর। প্রিটি ইন ডেনিম। বরাবরের মতো স্টাইলিশ লুকে শ্রদ্ধা কাপুর। শর্ট ড্রেসের সঙ্গে বুট। সাজ পোশাকে সব সময়েই স্মার্ট নুসরত ভারুচা। শরীরচর্চা সেরে বাড়ি ফিরছেন টাইগার শ্রফ। রাজকুমার রাও সানিয়া মালহোত্রা। ক্যামেরাবন্দি অর্জুন কাপুর। বরাবরের মতোই ব্যতিক্রমী সাজে মুম্বইয়ের বৃষ্টি ভেজা রাস্তায় উরফি জাভেদ। জিমের বাইরে ক্যামেরাবন্দি রিয়া চক্রবর্তী।