বিমানবন্দরে ক্যামেরাবন্দি শাহরুখ খান। কোথায় চললেন বাদশা? আর কিছুদিনের মধ্যেই কোলে আসছে সন্তান। হলুদ পোশাকে উজ্জ্বল লুক অভিনেত্রীর। হট লুকে দিশা পাটানি। সাদা ড্রেসের সঙ্গে পরেছেন নজরকাড়া বুট। ক্যাটরিনা অবশেষে ক্যামেরার সামনে। ভিকি কৌশলের সঙ্গে যাচ্ছেন মলদ্বীপ। কাল যে জন্মদিন। কো অর্ড সেটের সঙ্গে নজরকাড়া বুট। ফ্যাশনিস্তা তারা সুতারিয়া। রাজকুমার রাও নিজের ছবির প্রচারে। সানিয়া মালহোত্রা এই লুকে হট অ্যান্ড গ্ল্যামারাস। এক ভিলেন রিটার্নস এর প্রচারে অর্জুন কাপুর। বিমানবন্দরে হেমা মালিনি। হিট ছবির স্ক্রিনিং এ রাধিকা মেনন। এক মিউজিক ভিডিও লঞ্চে তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা। সর্বরী চাওলা ক্যাটরিনা ভিকির সঙ্গে চললেন মলদ্বীপ।