উজ্জ্বল প্যান্টস্যুটে মালাইকার হট লুক। অভিনেত্রী যেন চিরযৌবনা। সুইটহার্ট নেকলাইনে বক্ষবিভাজিকা স্পষ্ট। উজ্জ্বল গাউনে স্পষ্ট আওয়ারগ্লাস ফিগার। হলুদ রঙের ড্রেসে সোনম। নতুন মা হওয়ার জন্য প্রস্তুত তিনি। হাই স্লিট ড্রেস। ডিপ নেকলাইন। পারদ চড়ালেন কৃতী স্যানন। বোহো লুকে ধরা দিলেন তারা সুতারিয়া। ডেনিম শর্টসের সঙ্গে বেছে নিয়েছেন ব্রালেট ও শ্রাগ। গোলাপি স্বচ্ছ টপে প্রায় উন্মুক্ত উর্ধ্বাঙ্গ। সঙ্গে প্যারালাল প্যান্ট বেছে নিয়েছেন বাণী কাপুর। চিনতে পারছেন গৌরী খানকে। বরাবরের মতো স্টাইলিশ লুক। সাদা মিনি ড্রেসে দেখা গেল নুসরত ভারুচাকে। কালো প্যান্টের সঙ্গে শিমারি টপে হট লুক সানিয়া মালহোত্রার। সাদা জগার্স ও সোয়েটশার্টে অভিনেত্রী নোরা ফাতেহি। লাল রঙের মিনি ড্রেসে গ্ল্যামারাস লুক রশমিকা মন্দানার। বরাবরের মতো হট লুকে মৌনী রায়।