বিমানবন্দরে আলিয়া ভাট। পরনে কালো প্যান্ট আর সাদা ট্যাঙ্ক টপের উপর ঢলা শার্ট। অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে সাদা শাড়িতে হাজির মালাইকা অরোরা। এই বয়সেও তিনি মারকাটারি। দিশা পাটানি ও তারা সুতারিয়ার মাধে মধ্যমণি অর্জুন কাপুর। আলিয়াকে বিমানবন্দর থেকে নিতে এসেছেন রণবীর। ২৫ বছর পূর্ণ হল 'গুপ্ত' ছবির। ছবির স্ক্রিনিং এ কাজল। বড় কাজ সামনেই! অনুরাগ কাশ্যেপর ছবিতে কাজ করবেন কৃতী স্যানন। ভক্তের সঙ্গে টাইগার শ্রফের সেলফি। রঙিন সাজে ধরা দিলেন হিনা খান। ডিনার করতে রেস্তোরাঁয় হাজির পরিণীতি চোপড়া। নিজের ছবির প্রচারে রাজকুমার রাও। সব সময়ে গ্ল্যামারাস রকুল প্রীত সিং।