

কোঙ্কনি মতে ঐতিহ্য মেনে বিয়ে সম্পন্ন হল দীপিকা, রণবীরের। ইতালির লেক কোমোতে এক্কেবারে পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সম্পন্ন হয় বিয়ে। (Photo collected)


'দীপবীর' এর বিয়ের কোনও ছবি বা নব-দম্পতির কোনও ছবি এখনও পর্যন্ত প্রাকাশ্যে আসেনি ঠিকই। তবে ভাইরাল হয়েছেন বিয়ের অনুষ্ঠানের দূর থেকে তোলা একটি ভিডিও। (Photo: AP)


গতকাল মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বিগ ফ্যাট ওয়েডিং ৷ গতকাল মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানে ছিল এলাহি আয়োজন ৷ (Photo: Viral Bhayani)


আজ কোঙ্কনি মতে হয়েছে ‘ফুল মুদ্দি’ ৷ এই অনুষ্ঠানটি বিয়ের আগে হয় ৷ এর মাধ্যমে দীপিকা ও রণবীরের পরিবারের সদস্যরা একটি পুজো সারলেন ৷ বিয়ে যাতে সুখের ও শান্তির হয়, সেই কারণেই এই পুজোর আয়োজন ৷ এরই সঙ্গে তাঁরা নিজেদের মধ্যে নারকেল ও কাঁচা হলুদও বিনিময় করলেন ৷ এটিও হল বিয়ের একটি আচার ৷ (Photo: AP)


সকাল ৭ টা থেকে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। এর আগে গতকাল সম্পন্ন হয়েছে দীপিকা রণবীরের বাগদান ও মেহেন্দি-র অনুষ্ঠান। (Photo: AP)


ফুল মুদ্দির পর ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে নাগাদ কন্নড় রীতিতে সম্পন্ন হয়েছে 'দীপবীর'-এর বিয়ে। তবে ইতালির সময় অনুসারে এই বিয়ে সম্পন্ন হয়েছে ১১.৪০ থেকে ১২.২০-র মধ্যে। (Photo: Viral Bhayani)