

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে ইতিমধ্যেই অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই৷ এবার এই মামলায় আরও গুরুত্বপূর্ণ সূত্রের খোঁজ মিলল৷


সুশান্ত সিং রাজপুতের ব্যক্তিগত ডায়েরি তদন্তকারীদের হাতে এসেছে৷ এই ডায়েরিতেই নিজের যাবতীয় মনের কথা, ভবিষ্যৎ পরিকল্পনা লিখে রাখতেন সুশান্ত৷


সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং যে আইনজীবীকে নিয়োগ করেছেন, সেই বিকাশ সিং অনেকদিন আগেই এই ডায়েরির কথা উল্লেখ করেছিলেন ৷ তাঁর দাবি ছিল, এই ডায়েরিই সুশান্তের মৃত্যু রহস্য উন্মোচনে বড় ভূমিকা নিতে পারে৷


যদিও সর্বভারতীয় এই ইংরেজি নিউজ চ্যানেলে দাবি করা হয়েছে, সুশান্তের এই ডায়েরি তদন্তকারীদের হাতে এলেও তার বেশ কয়েকটি পাতা ছেঁড়া রয়েছে৷ ওই পাতাগুলি কে বা কারা ছিঁড়ল, কেনই বা সেগুলি সরিয়ে নেওয়া হল, তা ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের৷


ওই নিউজ চ্যানেলের দাবি অনুযায়ী, ডায়েরির একটি জায়গায় একটি নামের উল্লেখ ছিল৷ তার পর থেকেই কয়েকটি পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে৷ যদিও মু্ম্বই পুলিশের তদন্তে এই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ৷ ফলে ফের একবার মুম্বই পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷