•• আরও একবার শিরোনামে উঠে এল রাজ ২-এর অভিনেত্রী ইশা গুপ্ত-র নাম ৷ ছবি: ইনস্টাগ্রাম৷ •• আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উষ্ণ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ৷ আর তারপরেই শুরু হয়ে গুঞ্জন ৷ ছবি: ইনস্টাগ্রাম৷ •• কিছুদিন আগে ক্রিকেটারা হার্দিক পান্ডিয়ার সঙ্গে ইশার নাম জড়িয়েছিল ৷ পাপারাৎজিদের ক্যামেরায় তাঁরা ধরাও পড়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম৷ •• আবার নিজের টপলেস ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে খবরের শিরোনামে উঠে এলেন নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম৷ •• ইশা গুপ্ত’র সেই সমস্ত ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম৷