• আজ ৫০ বছরে পা দিলেন গৌরি খান । শূন্য থেকে শুরু করে আজ দেশের মধ্যে অন্যতম সফল মহিলা উদ্যোগপতি তিনি । বলিউডের ফার্স্ট লেডি । তিন সন্তানের গর্বিত মা । কিন্তু অনেকেই জানেন না, এই সাফল্যের পিছনে কতটা লড়াই রয়েছে ।
2/ 7
• তিন দশক সফলভাবে কাটিয়ে দিলেন বি-টাউনের বাদশাহের সংসারে । তাঁর ‘মন্নত’-এর রাজরানি হয়ে । কিন্তু কোনওটাই এত সহজে হয়নি । আজকের পাওয়ার কাপলদেরজীবনেও ঠিলঅনেক স্ট্রাগল ।
3/ 7
• গৌরি হিন্দু আর শাহরুখ মুসলিম ধর্মাবলম্বী । প্রথম থেকেই দুই পরিবারের এই বিয়েতে মত ছিল না । কিন্তু টিনএজ থেকে একে অপরকে ভালবাসতেন শাহরুখ-গৌরি । তাঁদের ভালবাসা এতটাই খাঁটি আর পবিত্র ছিল, যে কেউ তাঁদের আলাদা করতে পারেনি ।
4/ 7
• গৌরির সঙ্গে বিয়ের আগেই শাহরুখ ‘ফৌজি’ ধারাবাহিক করে যথেষ্ট জনপ্রিয় । কিন্তু গৌরির বাড়িতে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভাল চোখে দেখা হত না । • গৌরির সঙ্গে বিয়ের আগেই শাহরুখ ‘ফৌজি’ ধারাবাহিক করে যথেষ্ট জনপ্রিয় । কিন্তু গৌরির বাড়িতে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভাল চোখে দেখা হত না ।
5/ 7
• অন্যদিকে, গৌরির দাদা বিক্রান্ত ছিব্বা সে সময় ছিলেন স্থানীয় মস্তান গোছের । খোলা বন্দুকের সামনে শাহরুখকে দাঁড় করিয়ে হুমকি পর্যন্ত দিয়েছিলেন তিনি । কিন্তু কাজ হয়নি কোনও কিছুতেই ।
6/ 7
• ১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ-গৌরি । তাঁদের প্রেম যেন কোনও বলিউড সিনেমার থেকে কম কিছু নয় । আরিয়ান, সুহানা আর আব্রামকে নিয়ে এখন তাঁদের সুখের সংসার ।
7/ 7
• অন্যদিকে, নিজের ডিজাইনিং স্টুডিও নিয়ে ব্যস্ত গৌরিও । সম্প্রতি ‘মাই লাইফ ইন ডিজাইন’ নামে একটি বইও লিখেছেন তিনি । গৌরি এখথন দেশের প্রথম সারির মহিলা উদ্যোগপতিদের একজন ।