

3 বলিউড অভিনেতা রণবীর সিং-এর কেরিয়ারের গ্রাফ খুব একটা মন্দ নয়। ফ্যাশন সেন্স হোক বা অভিনয়, সবেতেই তাঁর মেজাজ আলাদা। ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে বার বার নিজেকে প্রমান করেছেন। পরিচালক থেকে দর্শক সকলেরই প্রশংসা কুড়িয়েছেন বলিউডের ‘গাল্লি বয়’। বেশ কিছু দিন ধরে তাঁর ফ্যাশন সেন্স নিয়ে নেটিজেনদের কৌতুকের শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেসব কথার পরোয়া না করেই সেলুলয়েডে দিব্য রাজ করছেন রণবীর সিং।


বিনোদন জগতে পা রাখেন ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’-এর মধ্যে দিয়ে। গতকাল বৃহস্পতিবার ১০ বছর পূর্ণ করল এই ছবি। কিন্তু আপনি কি জানেন যে, ‘ব্যান্ড বাজা বারাত’-এ হিরো নয়, আরেকটু হলেই রণবীর সিং সিলভার স্ক্রিনে ডেবিউ করতেন অক্ষয় কুমার ও অনুষ্কা শর্মা অভিনীত ‘পাটিওয়ালা হাউস’ সিনেমায় একটি ছোট চরিত্র দিয়ে। কিন্তু বিধাতা অন্যরকম কিছুই ভেবেছিলেন এই গাল্লি বয়ের জন্য ৷ তাই শেষ পর্যন্ত ব্যান্ড, বাজা, বারাতে-এর ধামাকা দিয়েই বলিউডে এন্ট্রি নেন এনার্জেটিক রণবীর সিং ৷


তখন আর এখন, বলিউডের চিত্র অনেকটাই পালটে গিয়েছে। কোনও ছবিতে হিরোর ভূমিকায় কাজ করতে গেলে অনেক কসরত করতে হত। তারকা জানিয়েছেন তিনিই বরাবর মুখ্য চরিত্রে নিজেকে দেখতে চাইতেন। সাড়ে তিন বছর ধরে স্ট্রাগল করার পর রণবীর কাজের সুযোগ পান।


সংবাদ মাধ্যমে দেওয়া একটি ইন্টারভিউয়ে রণবীর সিং বলেন, ‘‘আমার বয়স তখন ২১। আমি বলিউডে কাজ পাওয়ার জন্য চেষ্টা করছিলাম। ২৪ বছর বয়সে আমার ভাগ্য খুলে যায়। প্রথম কাজ করার সুযোগ আসে অক্ষয় কুমার এবং অনুষ্কা শর্মার অভিনীত ‘পাটিওয়ালা হাউসে’ একটি ছোট্ট চরিত্রে। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায় আর ব্যান্ড বাজা বারাতে সানির চরিত্রে এন্ট্রি মেলে ৷ এছাড়াও অনুরাগ স্যারের সঙ্গে কিছু ছোটখাটো বাজেটের ছবিতে কাজ করি। এগুলো আমার জীবনের স্মৃতি। এখন অনুরাগ স্যার এবং নিখিল স্যার আমাকে দেখলে অবাক হয়ে যান, যে কীভাবে শুরু করেছিলাম আর আজ কীভাবে চলছি’’।


শুরুর দিকে রণবীর কেরিয়ারে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ছবি বাছাইয়ের ক্ষেত্রে। কিন্তু পরে বাজি উলটে যায় দীপিকা পাডুকোন এবং সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কাজ করে। পরপর রাম-লীলা, বাজিরাও মস্তানি এবং পদ্মাবত এই তিনটে ছবিতে রণবীরের অসাধারণ অভিনয় বলিউডে তাঁর পাকাপাকি জায়গা করে দেয়।