

মাদক কান্ডে গত মঙ্গলবার নারকোটিক্স কন্ট্রোল অ্যান্ড ব্যুরো গ্রেফতার করেছে সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। জেরায় রিয়া এনসিবি কে ফাঁস করেছেন ২৫ জন হেভিওয়েট বলিউড তারকার নাম যাঁরা নিয়মিত মাদক সেবন করে থাকেন! সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে সৈফ আলি খান কন্যা সারা আলি খান ও ইয়ারিয়াঁ অভিনেত্রী রকুল প্রীত সিং- এর নামও! রিয়ার দাবি, নিয়মিত মাদক সেবন করেন সারা আলি খান। পাশাপাশি মাদকের কারবারী এবং পাচারকারীদের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।


এরমধ্যেই উঠে এল আরেক চাঞ্চল্যকর তথ্য! সূত্রের খবর, রিয়া চক্রবর্তী যে মাদক কারবারীর কাছ থেকে ড্রাগস কিনতেন, তার সঙ্গে যোগ রয়েছে সারা আলি খানেরও। শুধু তাই নয়, সারার কাছ থেকে রিয়া সরাসারিও নাকি ড্রাগস আমদানি করতেন।


সূত্রের খবর, সারা আলি খানের পরিচিত মাদক কারবারীর কাছ থেকে ড্রাগস কিনে সুশান্তের জন্য নিয়ে যেতেন রিয়া চক্রবর্তী। সারার পরিচিত কোন কারবারীর কাছ থেকে রিয়া মাদক আমদানি করতেন, তার খোঁজ শুরু করেছে এনসিবি। রিয়ার পরিচিত সমস্ত মাদক কারবারীকে ইতিমধ্যেই আটক করেছে এনসিবি। যদিও সারা আলি খান ও পতৌদি পরিবারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি ।


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত থেকে শুরু হওয়া মাদক কাণ্ডের শেষ দেখতে মরিয়া এনসিবি। রবিবার করমজিৎ সিং আনন্দ, ড্যানি ফার্নান্ডেজ, সঙ্কেত পটেল, অঙ্কুশ অরনেরা, সন্দীপ গুপ্তা, অফতাব ফতেহ আনসারি নামক ও ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে এনসিবি।


শুক্রবার রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দেয় বিশেষ আদালত। আপাতত ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাইকুল্লা জেলেই থাকছেন রিয়া। জেল সূত্রে খবর, রিয়াকে সিঙ্গল সেলে রাখা হয়েছে, কারণ জেল কর্তৃপক্ষ আশঙ্কা করছে তাঁকে জেলের অন্যান্য বন্দিরা আক্রমণ করতে পারে! তাঁর সেল দিন-রাত পাহাড়া দিচ্ছেন ২ জন কনস্টেবল। সেলে রিয়া মাটিতেই শুচ্ছেন, শোওয়ার জন্য দেওয়া হয়েছে ম্যাট অর্থাৎ পাটি। নেই বিছানা বা বালিশের কোনও ব্যবস্থা।রিয়া যে সেলে রয়েছেন সেখানে কোনও সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্যবস্থা নেই। আদালতের নির্দেশে এই পরিষেবাগুলি পেতে পারবেন না রিয়া।


জেল সূত্রে দাবি করা হয়েছে, দু'একটি পোশাক, টুথ ব্রাশ-পেস্ট এবং কয়েকটি জরুরি সামগ্রী ছাড়া রিয়ার সঙ্গে কিছুই নেই। খাওয়ারে থাকছে নিরামিষ তরকারি আর রুটি। করোনাভাইরাসের কারণে প্রত্যেক বন্দিকেই ইমিউনিটি বাড়ানোর জন্য দুধ ও হলুদ দেওয়া হচ্ছে। বাইকুল্লা জেল মুম্বইয়ের একমাত্র মহিলাদের জন্য জেল। রিয়ার পাশের সেলেই রয়েছেন শিনা বরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রানী মুখোপাধ্যায়। এই জেলেই বন্দি ভীমা-কোরেগাঁও মামলার অন্যতম অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজ-ও।