

ভোর পাঁচটায় ওঠা, তারপর স্কুল। স্কুল শেষ হলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময়ও পেতেন না। বাড়ি ফিরে পোশাক বদলে একটু কিছু খেয়েই ছুটতে হতো ব্যাডমিন্টন কোর্টে৷ ফিরে এসে একেবারে ক্লান্ত হয়ে ঘুম। পরের দিন সকাল থেকে ফের সেই এক রুটিন৷ ছেলেবেলার স্মৃতি শেয়ার করলেন দীপিকা পাডুকোন৷


বিখ্যাত ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাডুকোনের কন্যা দীপিকাকেও ছোটবেলায় ব্যাডমিন্টন খেলছেন চুটিয়ে৷ পিকু ছবিতে দীপিকাকে ব্যাডমিন্টন খেলতে দেখা গিয়েছিল ইরফান খানের সঙ্গে৷


এ হেন দীপিকা জানালেন, ছোটতে তাঁর প্রিয় খেলা ছিল ব্যাডমিন্টন৷ এমনিতেই ব্যাডমিন্টন তারকা বাবার জন্য বাড়িতে ব্যাডমিন্টনের পরিবেশ ছিলই৷


প্রকাশ পাড়ুকোনের মেয়ে হওয়ার কারণে স্কুলে যে সবার কাছ থেকে আলাদা খাতির পেতেন, সে কথাও জানাতে ভোলেননি দীপিকা।


ন্যাশনাল জিওগ্রাফিকের ওই পর্বটির টিজার প্রকাশিত হয়েছে সম্প্রতি। পরিচালক ইমতিয়াজ আলি এবং স্বামী রণবীর সিংকেও দেখা যাবে এই টিজারে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তা শেয়ারও করেছেন দীপিকা। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, কী ভাবে 'ককটেল' ছবিটা তাঁর জীবনকে অন্য খাতে বইয়ে দেয়।


এই মুহূর্তে দীপিকা রয়েছেন গোয়ায়। সেখানে সকুন বাত্রার একটি ছবির শুটিং চলছে। তবে এখনই ব্যাডমিন্টন না হলেও ছবিতে অন্য এক খেলা জড়িয়ে গিয়েছে দীপিকার জীবনের সঙ্গে। ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অনবদ্য সাফল্য নিয়ে কবীর খানের '৮৩ ছবির সূত্রে আপাতত ক্রিকেট জুড়েছে নায়িকার জীবনে। জীবনসঙ্গী রণবীর সিংকে যে ছবিতে দেখা যাবে কপিল দেবের চরিত্রে।