

• গত শনিবার যেন ছিল সুপার স্যাটার্ডে । বলিউডের তাবড় তিন নায়িকাকে জেরা করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো । একদিকে দীপিকা পাড়ুকোন, অন্যদিকে শ্রদ্ধা কাপুর ও সারা আলি খান ।


• পূর্বনির্ধারিত সময় মতোই সকাল পৌনে দশটায় এনসিবি গেস্ট হাউজে পৌঁছন দীপিকা । সারা, শ্রদ্ধাদের অবশ্য তলব করা হয়েছিল অন্য দফতরে । প্রতীকী চিত্র ।


• দীপিকাকে টানা পাঁচ ঘণ্টা জেরা করেন এনসিবি’র ডিরেক্টর । জিজ্ঞাসাবাদের মুখে নাকি তিনবার কান্নায় ভেঙে পড়েন ‘পদ্মাবতী’ । প্রতীকী চিত্র ।


• সূত্রের খবর, এই আচরণের পরেই ধমক খান এনসিবি কর্তাদের । দীপিকাকে নাকি সাফ জানিয়ে দেওয়া হয়, জেরার মুখে আবেগতাড়িত হয়ে কোনও রকম ‘নাটক’ যেন না করেন দীপস। প্রতীকী চিত্র ।


• উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক কাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা । এতে নাম জড়িয়েছে তাবড় তাবড় বলি নায়ক-নায়িকারও । এর সঙ্গে যুক্ত হয়েছে করণ জোহরের বাড়ির একটি পার্টির ভিডিও । যাকে ড্রাগস পার্টি বলে মনে করা হচ্ছে । প্রতীকী চিত্র ।


• পাশাপাশি, দীপিকা এবং তাঁর ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের মেসেজের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর দেখা যায়, সেখানে করিশ্মার থেকে মাদক চেয়েছিলেন দীপিকা । লিখেছিলেন, ‘মাল হ্যায় কেয়া’ । প্রতীকী চিত্র ।