৫ বছর পর সমীকরণ বদল! দীপিকার প্রোফাইলে পিকচারে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি! জল্পনা শুরু...
দীর্ঘ ৫ বছর পর রাতারাতি বদলে গেল সমীকরণ! বলি সুন্দরী দীপিকা পাদুকোনের ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি! যা নিয়ে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কি রণবীর সিংহয়ের সঙ্গে বিয়ে ভাঙছে দীপিকার?


*দীর্ঘ ৫ বছর পর রাতারাতি বদলে গেল সমীকরণ! বলি সুন্দরী দীপিকা পাদুকোনের ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি! যা নিয়ে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কি রণবীর সিংহয়ের সঙ্গে বিয়ে ভাঙছে দীপিকার? ছবি: সংগৃহীত।


*বছর পাঁচেক আগে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙেছে। সেই সম্পর্ক ভাঙার পরে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দীপিকা, তা এখন আর কারও অজানা নয়। অভিনেত্রী সেই সব কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। ছবি: সংগৃহীত।


*দীপিকা জানিয়েছেন, তাঁকে সেই মানসিক অবসাদ থেকে বাইরে আনতে যিনি সবথেকে বেশি সাহায্য করেছিলেন, তিনি রণবীর সিং। ফলে সব ধাক্কা সামলে উঠে রণবীর সিংকেই বিয়ে করেন দীপিকা। বর্তমানে তাঁরা সুখে দম্পতি। ছবি: সংগৃহীত।


*তাহলে হঠাৎ কেন আবার দীপিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের প্রোফাইল পিকচারে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিলেন তিনি? তাহলে ক দূরত্ব ঘুচল? আবার কি আগের সম্পর্কে ফিরতে চাইছেন বলি অভিনেত্রী? নাকি এ কোনও ভাঙনের ইঙ্গিত! ছবি: সংগৃহীত।


*উত্তরটা এককথায় এ সব কোনওটাই নয়। আসলে রণবীর-দীপিকা অভিনীত ইমতিয়াজ আলি পরিচালিত 'তামাশা' সিনেমাটি রিলিজের পাঁচ বছর হল। সেখানে তারা এবং বেদ অর্থাৎ প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় অরেছিলেন বলিউডের এই হিট জুটি। ছবি: সংগৃহীত।


*এ দিন সেই উপলক্ষেই সিনেমাই একটি দৃশ্যে দু-জনের ছবি পোস্ট করেছেন দীপিকা। অনুরাগীদের তামাশা সিনেমার কথা মনে করাতেই তার এই কর্মকাণ্ড। ছবি: সংগৃহীত।