• দুঃসময়ের ইতি । আবার পুরনো মেজাজে মুম্বইয়ের রাজপথে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সে ভাবে প্রকাশ্যে আসেননি দীপস । শেষ পর্যন্ত দিওয়ালি পার্টিতে দুধ সাদা পোশাকে হাজির হলেন বলিউডের এক নম্বর নায়িকা । ছবি-সংগৃহীত ।
2/ 7
• সুশান্তের মৃত্যুর পর থেকেই নেপোটিজম, ড্রাগ চক্র নিয়ে উত্তাল ছিল বলিউড । মাদক সেবন ও পাচারের মামলায় নাম জড়ায় দীপিকারও । NCB-র জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে । তারপর থেকেই একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন দীপিকা । ছবি-সংগৃহীত ।
3/ 7
• এরপর ২-১ বার তাঁকে সিনেমার শ্যুটিংয়ে দেখা গিয়েছে । এ বার তাঁকে প্রকাশ্যে দেখা গেল সিদ্ধান্ত চতুর্বেদীর হাই-প্রোফাইল দিওয়ালি পার্টিতে । ছবি-সংগৃহীত ।
4/ 7
• সিদ্ধান্ত চতুর্বেদীর দীপাবলি পার্টিতে দেখা গেল ঈশান খট্টর ও অনন্যা পান্ডেকে। ছবি-সংগৃহীত ।
5/ 7
• লাল সিফনের সাহসী পোশাকে এ দিন নজর কেড়েছিলেন অনন্যা । ছবি-সংগৃহীত ।
6/ 7
• আগামী ছবিতে দীপিকার বিপোরীতে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী । শ্যুটিংয়ে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । ছবি-সংগৃহীত ।
7/ 7
• পার্টিতে পরিচালক শাকুন বাত্রার সঙ্গে ঈশান খট্টর। ছবি-সংগৃহীত ।