

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত থেকেই সামনে আসে বলিটাউনের ড্রাগ সার্কিট! দীপিকা পাড়ুকোন, রকুল প্রীত সিং-এর পাশাপাশি নাম জড়ায় সৈফ কন্যা সারা আলি খানেরও! এনসিবি দফতরে জেরা করা হয় সারাকে। তার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে! আপাতত সারা ব্যস্ত তাঁর আগামী ছবি কুলি নম্বর ওয়ান নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ভারচুয়াল পোস্টার।


ডেভিড ধাওয়ানের সুপারডুপার হিট ছবি 'কুলি নম্বর ওয়ান'-এর রিমেকে করিশ্মা কাপুরের চরিত্রে দেখা মিলবে সারা-র। গোবিন্দার জায়গায় অভিনয় করবেন বরুণ ধাওয়ান! ছবির ভারচুয়াল পোস্টার রিলিজের দিন সারা বলেন, সেটে নাকি পরিচালক ডেভিড ধাওয়ান তাঁর উপর ভীষণ রেগে গিয়েছিলেন।


কিন্তু কী এমন হল যে সারার উপর চটে গেলেন পরিচালক? তবে খোলসা করেই বলা যাক! 'ম্যয় তো রস্তে সে জা রহা থা' গানের শুটিং হবে। সারা শটের জন্য রেডি, কিন্তু কস্টিউম ঠিক কেই! আর তাতেই বেজায় চটে যান পরিচালক মশাই, সবার সামনেই সারার উপর চেঁচিয়ে ওঠেন।


তবে শুধু সারা নয়, বরুণ ধাওয়ানকেও পরিচালকের বকুনি শুনতে হয়েছিল। সেটে সবাই তৈরি হয়ে গেলেও, তখনও মেক-আপ ভ্যানেই ছিলেন বরুণ, আর নায়কের দেরী দেখেই খচে যান পরিচালক।