• কাজল: ২০০১ সালে গর্ভবতী হন কাজল ৷ কিন্তু একটপিক প্রেগন্যান্সি হওয়ার কারণে অ্যাবরশন করাতে হয় তাঁকে ৷ একটপিক প্রেগন্যান্সির অর্থ এক্ষেত্রে ভ্রূণ জরায়ুর মধ্যে বৃদ্ধি না পেয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বেড়ে ওঠে ৷ এই অস্বাভাবিক প্রেগন্যান্সির পর সফলভাবে নাইসা ও যুগের জন্ম দেন তিনি ৷