বলিউডের অন্যতম চর্চিত নায়িকা তিনি। কিয়ারার এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে ফ্যাশন প্রেমীদের। পরিণীতির এই সাজ একেবার যথাযথ। সাদা বডিকন ড্রেসের উপর ডেনিম জ্যাকেট ও পায়ে স্নিকার্স। ব্যস্ততায় ভরা শিডিউল। তারই মাঝে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন সিদ্ধার্থ মালহোত্রা। ওম দ্য ব্যাটল উইদিন এর ট্রেলার লঞ্চে এভাবেই ধরা দিলেন সঞ্জনা সঙ্ঘি। বিটাউনের চর্চিত লাভ বার্ডস করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ ফের ধরা দিলেন পাপারাজ্জিদের ক্যামেরায়। ডিনার করতে এক রেস্তোরাঁর বাইরে ববি দেওল। টানটান চেহারা রকুল প্রীত সিং এর। যোগা ক্লাস থেকে বেরোচ্ছেন অভিনেত্রী। দিল্লির একটি ইভেন্টে মাল্টিকালার্ড টপ পরে আগমন শিল্পা শেট্টি কুন্দ্রার। হট লুকে মেক আপ ভ্যানের সামনে দিব্যা আগরওয়াল। শ্যুটিং এর ফাঁকেই তোলা ছবি। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন উর্বষী রাউতেলা। পরনে কমলা প্যান্টস্যুট। নীতু কাপুর ও ঋদ্ধিমা কাপুরের সঙ্গে দেখা গেল ডিজাইনার মণীশ মালহোত্রাকে। একটি গানের প্রোমোশোনে দেখা গেল নিয়া শর্মাকে।