

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় আজ, শুক্রবার প্রথমবার সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী৷সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, রিয়াকে প্রথম দিন জেরার জন্য মূলতদশটি প্রশ্নের তালিকা তৈরি করেছে সিবিআই৷ নূপূর প্রসাদের নেতৃত্বে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দলরিয়ার বয়ান রেকর্ড করছে৷ সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, মূলত এই দশটি প্রশ্ন রিয়াকে করা হবে৷


প্রশ্ন ২- সুশান্তের মৃত্যুর খবর পেয়ে তিনি কি বান্দ্রায় অভিনেতার বাড়িতে গিয়েছিলেন? তা না হলে কেন তিনি জাননি এবং তার পর কখন এবং কোথায় সুশান্তের দেহ প্রথমবার দেখেছিলেন?


প্রশ্ন ৫- সুশান্তের বাড়ি ছেড়ে চলে আসার পর ৯ থেকে ১৪ জুনের মধ্যে কি অভিনেতার সঙ্গে তাঁর আরকোনও যোগাযোগ হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে দু' জনের মধ্যে কী কথা হয়েছিল তা জানতে চাইবেনগোয়েন্দারা৷ আর যদি যোগাযোগ না হয়ে থাকে, তাঁর কারণও ব্যাখ্যা করতে বলা হবে রিয়াকে৷


প্রশ্ন ৬- সুশান্ত সিং রাজপুত কি ওই কয়েকদিনের মধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন?তিনি কি সুশান্তের ফোন এবং মেসেজ উপেক্ষা করেছিলেন? যদি তিনি এরকম করে থাকেন, তাহলে তারকারণ কী? কেন তিনি সুশান্তের ফোন নম্বর ব্লক করেছিলেন?


প্রশ্ন ৭- সুশান্ত সিং রাজপুত কি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন? যদি করেথাকেন, তাহেল কী বিষয়ে কথা বলতে চেয়েছিলেন তিনি?


প্রশ্ন ৮- সুশান্ত সিং রাজপুতের কোনও অসুস্থতা থেকে থাকলে সেই বিষয়ে বিস্তারিত জানাতে বলা হবেরিয়াকে৷ পাশাপাশি সুশান্ত কী ধরনের চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাও জানতে চাওয়া হবে৷ কোনকোন চিকিৎসক, মনরোগ বিশেষজ্ঞ অভিনেতাকে দেখছিলেন এবং কী ওষুধ দেওয়া হচ্ছিল, সেই প্রশ্নও করাহবে৷


প্রশ্ন ১০- সুশান্তের মৃত্যুর রহস্য উন্মোচনে তিনি কেন সিবিআই তদন্ত চেয়েছিলেন? তবে কি তিনি কোনওষড়যন্ত্রের ইঙ্গিত পেয়েছিলেন?