

*সদ্যই মা হয়েছেন বলিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। এবার সদ্যোজাতর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।


*নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বুধবার ৬ দিনের ছেলের ছবি শেয়ার করেন পূজা। স্বামী কুণাল ভর্মার সঙ্গেই হাসপাতালের কেবিনে পোজ দিতে দেখা যায় বাঙালি অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।


*এ দিন পূজা বাড়িতে নতুন অতিথি হাজির হওয়ার পর প্রত্যেকের শুভেচ্ছা বার্তাকে সম্মান জানাতে, ধন্যবাদ জানান। লেখেন, জীবনের এই কঠিন সময়ে তাঁদের পাশে যাঁরা ছিলেন, ভালবাসা দিয়েছেন, সাহস যুগিয়েছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।


*প্রসঙ্গত, গত ৯ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দেন পূজা বন্দ্যোপাধ্যায়। স্ত্রী এবং সন্তানকে বাড়িতে নিয়ে আসার জন্য কুণালও পুরোদমে প্রস্তুতি নিয়ে ফেলেন। পূজা এবং সন্তানকে বাড়িতে নিয়ে আসার জন্য গাড়িও সাজিয়ে ফেলেন কুণাল। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেন। ছবি: ইনস্টাগ্রাম।


*এরপরেই ছেলের ছবি শেয়ার করলেন সেলিব্রিটি দম্পতি, বিদ্যুতের গতিতে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম।


*স্বাধীনতা দিবসের দিন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী কুণাল বর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন। সেখানেই বেবি বাম্প স্পষ্ট ছিল। ছবি: ইনস্টাগ্রাম।