

বলিউডে ডিভোর্সের ঘটনা নতুন কিছু নয় ৷ সম্প্রতি এই তালিকায় নাম জুড়েছিল বলিউড অভিনেতা অরুণোদয় সিং ৷ মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা অজয় সিংয়ের ছেলে অরুণোদয়ের বিবাহবিচ্ছেদ খবরের শিরোনামে আরও আকর্ষণীয় জায়গা করে নিয়েছিল বিচ্ছেদের কারণের জন্য ৷


শোনা গিয়েছিল কোনও সাধারণ সমস্যা নয়, জিসম ২ স্টারের বিয়ে ভাঙার পিছনে আসলে দায়ী তাঁর পোষ্য কুকুর ৷ অবাক লাগলেও এটাই সত্যি ৷ অরুণোদয়ের পোষ্য কুকুর ও তাঁর কানাডা নিবাসী পত্নী লি এলটনের পোষ্য কুকুরের ঝগড়াই থাবা বসায় তাদের ভালবাসায় ৷ পোষ্যদের নিত্য ঝগড়া থেকে শুরু হওয়া সমস্যা এতটাই তিক্ততার বীজ বোনে দুজনের সম্পর্কে যে বিয়ের দু’বছরের মধ্যেই তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷


বলিউড তারকা অরুণোদয় সিংয়ের ডিভোর্সের মামলা ফের আদালতের দরজায় ৷ বলি তারকার বিদেশী পত্নী লি এলটন বিবাহবিচ্ছেদের ডিক্রি নিয়ে জব্বলপুর কোর্টের দ্বারস্থ ৷ তিনি দাবি করেছেন, ডিভোর্সের ব্যাপারে অরুণোদয় তাঁকে কিছু জানাননি এবং একতরফা ভাবে আবেদন করে বিবাহ বিচ্ছেদের ডিক্রি নিয়েছেন ৷ মামলার পরবর্তী শুনানি ৬ অক্টোবর ৷


২০১৬ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় অরুণোদয়ের ৷ তার আগে অবশ্য বহুদিন পর্যন্ত পত্নী লি এলটনের সঙ্গে লিভ ইন রিলেশনে ছিলেন ৷


ডিভোর্স কেস ফাইল হওয়ার পরে অরুণোদয় ইনস্টাগ্রামে লিখেছিলেন,‘বহুদিন পর আমি পোস্ট করছি কিছু। এর পেছনে অবশ্যই একটা কারণ আছে। আমার বৈবাহিক জীবন আপাতত এখানেই শেষ। ভালোবাসা আর বিয়ে দুটোই একেবারে অন্তীম পর্যায়ে এসে দাঁড়িয়েছিল। যার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমি লি এলটনের থেকে ডিভোর্স নিচ্ছি। আপাতত আমাদের থাকতে হবে সেপারেশনে!’