এই জনপ্রিয় বলিউড অভিনেতা ICU-তে, চিকিত্সার টাকা নেই! ভিক্ষে করছে পরিবার
অনুপম শ্যাম বর্তমানে মুম্বইয়ের একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি৷ আর্থিক ভাবে এমনই খারাপ অবস্থা, ৬২ বছরের অভিনেতার পরিবার কার্যত ভিক্ষে করছেন চিকিত্সা চালিয়ে যাওয়ার জন্য৷ সিনেমা ইন্ডাস্ট্রি-র বিভিন্ন মানুষের কাছে তাঁরা সাহায্যের জন্য হাত পাতছেন৷


করোনা ভাইরাসের জেরে গোটা পৃথিবীর অর্থনীতি বেসামাল৷ বলিউডেও বহু অভিনেতা অভিনেত্রী পেটের দায়ে কেউ ফল বিক্রি করছেন, তো কেউ রাখি৷ বলিউডের গ্ল্যামার দুনিয়ার ভিতরে যে কত অন্ধকার রয়েছে, তা বোঝা যায় এই খবরগুলিতে৷ অতি পরিচিত টিভি অভিনেতা অনুপম শ্যাম৷ বলিউডেও তিনি বেশ পরিচিত মুখ৷ যাঁরা নামে তাঁকে চেনেন না, তাঁরা অনেকেই তাঁর মুখ দেখলে চিনতে পারবেন৷


এ হেন অনুপম শ্যাম বর্তমানে মুম্বইয়ের একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি৷ আর্থিক ভাবে এমনই খারাপ অবস্থা, ৬২ বছরের অভিনেতার পরিবার কার্যত ভিক্ষে করছেন চিকিত্সা চালিয়ে যাওয়ার জন্য৷ সিনেমা ইন্ডাস্ট্রি-র বিভিন্ন মানুষের কাছে তাঁরা সাহায্যের জন্য হাত পাতছেন৷


অভিনেতার ভাই অনুরাগ জানাচ্ছেন, অনুপম শ্যামের ডায়ালিসিস চলছিল৷ একটি ডায়ালিসিস-এর পরে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ অজ্ঞান হয়ে যান৷ তখনই মুম্বইয়ের লাইফ লাইন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় আইসিইউ-তে৷


জানা গিয়েছে, সলমন খানের স্বেচ্ছাসেবী সংস্থা Being Human-এর কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন অনুপমের পরিবার৷ ১৯৯৮ সালে 'সত্য'-এ মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করেছিলেন অনুপম৷ মনোজও ফোন করেছিলেন পরিবারের লোককে৷ অভিনেতার ভাইয়ের কথায়, 'আর্থিক করুণ অবস্থার জেরে দাদা ভাল চিকিত্সা পাচ্ছেন না৷ আমি অনেক চেষ্টা করছি৷ Being Human-এও আবেদন করেছি৷ আমাকে মনোজ বাজপেয়ী ফোন করেছিলেন৷ তিনি বলেছেন, তিনি বিষয়টি দেখছেন কী করা যায়৷'


অনুপম শ্যাম সাধারণত ভিলেনের রোলই বেশি করেছেন৷ ২০০৯ সালে স্টার প্লাস-এর সিরিয়াল 'মন কি আওয়াজ প্রতীজ্ঞা'য় ঠাকুর সজ্জন সিংয়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন৷ এছাড়া কিঁউ কি জিনা ইসি কা নাম হ্যায়, অমরাবতী কি কথায়ে সহ একাধিক জনপ্রিয় হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন৷