3/ 7


* সেখানে শুধুমাত্র তাঁর মা ও এক আন্টি রয়েছেন৷ সকলেই বয়স্ক, তাই তাদের নিয়ে বেশ চিন্তায় রেয়েছেন ছেলে৷
4/ 7


* বয়স্কদের মধ্যে করোনার প্রভাব বেশি দেখা যায়৷ এই আশঙ্কা রয়েছেন তিনি৷ যদিও ববি জানাচ্ছেন যে প্রতিদিন ভিডিও কলে বাবার সঙ্গে কথা হচ্ছে তাঁর৷ নিজের ফার্ম হাউজে বেশ বিন্দাস রয়েছেন ধর্মেন্দ্র৷ সেখানে কোনও সংক্রংণের ভয় নেই৷