

ভোট বাক্সে হাতিয়ার অভিনেতার মৃত্যু ৷ সুশান্তের মৃত্যু রহস্যের তদন্তে মুম্বইয়ে সক্রিয় তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিহারে, সুশান্ত মৃত্যুর ঘটনা তুলে ধরে ভোটপ্রচারে নামল বিজেপি। গেরুয়া শিবিরের স্লোগান, না ভুলেঙ্গে, না ভুলনে দেঙ্গে। সুবিচার দেকে রহেঙ্গে।


সম্ভবত ডিসেম্বরেই বিহারে বিধানসভা ভোট। পানি, বিজলি, সড়কের পাশাপাশি ভোটের ইস্যু সুশান্ত সিং রাজপুত। জাস্টিস ফর সুশান্ত - ভুলছি না, ভুলতে দেবও না, স্লোগান নিয়েই ময়দানে গেরুয়া শিবির ৷


প্রয়াত অভিনেতাকে সামনে রেখে ভোটপ্রচার শুরু করল বিজেপি শিবির। সুশান্তের নামে পোস্টারে ছেয়ে গিয়েছে পটনা, মধুবনী, সমস্তিপুরের মতো শহর। ‘জাস্টিস ফর সুশান্ত’ ক্যাম্পেন শুরু করেছে বিজেপি ৷ বিহারের সব জেলায় পোস্টার, প্রচারসভার আয়োজন করেছে গেরুয়া শিবির ৷ ছাপানো হযেছে সুশান্তের নামে মাস্কও, নবনির্মিত ফিল্মসিটি সুশান্তের নামাঙ্কিত করার প্রস্তাব দিয়ে নীতীশ কুমারকে চিঠি দিয়ে প্রস্তাব দিয়েছে বিজেপি ৷


সুশান্ত সিং রাজপুত বিহারের ভূমিপুত্র। মুম্বইতে সুশান্তের রহস্যমৃত্যুতে এখনও বিহারবাসীর আবেগ টাটকা। গত জুন মাসে পটনায় বিক্ষোভে দেখাতে পথে নেমেছিলেন পটনার মানুষ। তারপরই সক্রিয় হয় নীতীশ কুমার প্রশাসন। সুশান্তের বাবা পটনায় এফআইআর দায়েরের পর তৎপরতা আরও বাড়ে ৷


সুশান্ত সিং রাজপুত বিহারের ভূমিপুত্র। মুম্বইতে সুশান্তের রহস্যমৃত্যুতে এখনও বিহারবাসীর আবেগ টাটকা। গত জুন মাসে পটনায় বিক্ষোভে দেখাতে পথে নেমেছিলেন পটনার মানুষ। তারপরই সক্রিয় হয় নীতীশ কুমার প্রশাসন। সুশান্তের বাবা পটনায় এফআইআর দায়েরের পর তৎপরতা আরও বাড়ে ৷


সুশান্ত মৃত্যুরহস্যে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকেও তদন্তে নামিয়েছে কেন্দ্র। তখনই প্রশ্ন উঠেছিল, বিহারে ভোটের দিকে তাকিয়েই কি এই তৎপরতা? বিহারবাসীর আবেগ হাতিয়ার করতেই কৌশল? সুশান্তের মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে সরব আরজেডি-কংগ্রেস।


বিহার বিজেপির অবশ্য দাবি, জুন মাস থেকেই 'জাস্টিস ফর সুশান্ত' ক্যাম্পেন চলছে। এটা রাজ্যের মানুষের দাবি। বিজেপিও এই দাবি সমর্থন করে। সেটা বোঝাতেই এই প্রচার ৷ জীবিত তারকার ক্যারিশমা,যশকে কাজে লাগিয়ে ভোটের প্রচার এর আগে দেখা গেলেও, কোনও প্রয়াত বলিউড তারকা ভোটপ্রচারে অস্ত্র, এমন ছবি আগে কখনও দেখা যায়নি। ।