

চূড়ান্ত অভাবে দিন কাটছে , নুন আনতে পান্তা ফুড়নো অবস্থা, দিনকয়েকের মধ্যেই দেউলিয়া হয়ে যাবেন। সম্প্রতি এমনটাই জানালেন বলিটাউনের কন্ট্রোভার্সি কুইন রাখি সাওয়ান্ত।


কিন্তু বলিটাউনের নওটঙ্কি কুইনের আচমকা এরকম অবস্থা হল কেন? রাখি জানান, এক ব্যক্তি জালিয়াতি করে তাঁর সমস্ত টাকাপয়সা হাতিয়ে নিয়েছে। সে এখন আর বেঁচে নেই। কাজেই সেই সমস্ত সম্পত্তি ফেরৎ পাওয়া সম্ভব নয়। ফলে বর্তমানে চরম দারিদ্রে দিন কাটছে রাখির।


দারিদ্র থেকে বাঁচতে বিগ বসের ঘরে হাজির হয়ে শো জিততে চান বলে জানান রাখি। তিনি এও বলেন, বিগ বসের সিজন ১৪-এ জিতে ৫০ লক্ষ টাকা পেলে তার আর্থিক অবস্থার খানিকটা উন্নতি হবে বলে জানান ড্রামা কুইন।


রাখি জানান, '' বলিটাউনে কামব্যাক করার জন্য টাকা প্রয়োজন আর বিগ-বসের সিজন ১৪-এ জিততে পারলে তিনি ৫০ লক্ষ টাকা পাবেন, তাতে করে বলিটাউনে ফিরে আসা খানিক সহজ হবে। বিগ বসের শোয়ে বিজয়ী হওয়া তাঁর কাছে স্বপ্ন।''