*'উইকেন্ড কা ভার' নিয়ে হাজির হলেন সলমন খান। কবিতা-কৌশিকের হঠাৎ বাড়িতে প্রবেশ নিয়ে তোলপাড় বিগ বস-র বাড়ি।
*পার্সোন্যালিটি টেস্ট গেম নিয়ে হাজির ভাইজান। প্রতিটি প্রতিযোগীকে নিতে হবে একজনের নাম, যে সামনে এক, পিছনে এক। এক কথায় যে মুখোশধারী বা মুখোশ পরে থাকে।
*এই খেলার জেরে ভাবমূর্তি নষ্ট হতে পারে অ্যাজাজের। কারণ বেশির ভাগ প্রতিযোগী মনে করেন অ্যাজাজ মুখোশ পরে থাকেন।
*নিক্কি ও পবিত্রকে তাঁদের খারাপ আচরণের জন্য কথা শোনান সলমন। এই উইকেন্ডে কোন প্রতিযোগীকে বাড়ি ফিরতে হয় এখন সেটাই দেখার।
*নিজের সম্মান নিজেকে রাখতে হয়, এ কথা নিক্কিকে বলেন সলমন।
...