

বেশ কয়েক কেজি ওজন বাড়িয়ে ভূমি পেদনেকর (Bhumi Pednekar) যখন তাঁর প্রথম ছবিতে আত্মপ্রকাশ করেন, তখন অনেকেই ঠোঁট টিপে হেসেছিলেন। বলেছিলেন- ওরকম চমক দিয়ে বেশি দূর যেতে পারবেন না ভূমি, তথাকথিত বলিউডি গ্ল্যামারও তাঁর নেই, তাই অন্য ধারার ছবিতে টাইপকাস্ট হয়েই থাকবেন। এসব বাজে কথায় কান না দিয়ে ভূমি যেটা পারেন অর্থাৎ অভিনয়টাই মন দিয়ে করেছেন। আর ওজনের কথা যদি বলা হয়, তাহলে তো বাকিটা সবাই জানেনই! পরের ছবিতেই ওজন কমিয়ে তন্বী হয়ে চমকে দিয়েছিলেন তিনি সবাইকে। যে রাঁধে সে চুলও বাঁধের প্রবাদকে সত্যি করে ভূমি তাঁর সাম্প্রতিক ফটোশুটেও চমকে দিয়েছেন সবাইকে।


বাণিজ্যিক ছবিতেও সমান ভাবে সফল হয়েছেন তিনি। বুদ্ধিমতী ঠাণ্ডা মাথার নায়িকা হিসেবে বলিউডে পরিচিতি লাভ করেছেন ভূমি।


ফাল্গুনী (Falguni) ও শেন পিককের (Shane Peacock) ডিজাইন করা পোশাকে অনন্য রূপে ধরা দিয়েছেন নায়িকা।


কেপড সাদা রঙের লেহঙ্গায় ভূমিকে যে শুধু সুন্দর লাগছে তা নয়, বোঝাই যাচ্ছে নিজের ফিগার নিয়েও যথেষ্ট সচেতন তিনি। ছিপছপে হতে বেশ কসরত করতে হয়েছে তাঁকে।


শাড়ি, সালওয়ার বা লেহঙ্গা চোলির মতো তথাকথিত ভারতীয় পোশাকে প্রায়শই নানা ছবি পোস্ট করেন ভূমি। এখানেও তাঁকে ফ্লোরাল লেহঙ্গায় সদ্য ফোটা ফুলের মতোই লাগছে।


এমনকি শাড়ি পরলেও মেক-আপ সীমাবদ্ধ রাখেন তিনি। নিজের মরাঠি আভিজাত্য বজায় রেখেছেন কপালের টিপ দিয়ে।


আসমানি রঙের প্রিন্টেড আনারকলি আর সঙ্গে ম্যাচিং জ্যাকেট পরেছেন ভূমি। এখানে মন কেড়ে নিয়েছে তাঁর আফগানি সিলভার চোকার ও কানের দুল।


কে বলবে এই মেয়েই অভিনয় করেছিলেন দম লাগাকে হাইসা-র (Dum Laga Ke Haisha) মতো ছবিতে। শাড়ি ঝলমলে বলে একদম জিরো মেক-আপে ধরা দিয়েছেন তিনি। ছক্কা হাঁকিয়েছে তাঁর কালো ব্লাউজ!