• সাহসী পোশাক পরায় সত্যিই তাঁর জুড়ি মেলা ভার । কী করে সমস্ত লাইম লাইটের কেন্দ্রে থাকতে হয়, তা খুব ভালই জানেন দেশি গার্ল । একদিকে ভারতীয় ফ্যাশন, অন্যদিকে পশ্চিমী কায়দা...দু’টোই সমান তালে রপ্ত করে নিয়েছেন তিনি । আর সে কারণেই ক্যামেরার সামনে একবার এসে দাঁড়ালে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) উপর থেকে লেন্স সরানোই দুষ্কর হয়ে ওঠে । ছবি- ইনস্টাগ্রাম ।
• ২০২০ সালের গ্র্যামি মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চের সমস্ত লাইম লাইট নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন অবলীনায় ৷ তার পিছনে একমাত্র কারণ ছিল ডিজাইনার রাল্ফ অ্যান্ড রুসোর ডিজাইন করা একটি সাদা গাউন ৷ ডিপ নেকলাইনের সেই গাউনের সামনের দিকটি প্রায় উন্মুক্ত ৷ সেখান দিয়েই স্পষ্ট প্রিয়াঙ্কার বক্ষ খাঁজ ও নাভি দেশ ৷ নাভিতে আবার জ্বলজ্বল করছিল একটি ক্রিস্টাল ৷ ছবি- ইনস্টাগ্রাম ।
• নিক-প্রিয়াঙ্কা একসঙ্গে যেখানেই যাবেন সেখানেই ঝড় তুলবেন । আড়াই বছর হল তাঁদের বিয়ে হয়েছে । সুখে শান্তিতে চুটিয়ে ঘরকন্যা করছেন তাঁরা । এ বার লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে’র রেড কার্পেটেও দেখা দিলেন একে অপরের হাত ধরাধরি করে । হট, বোল্ড, রোম্যান্টিক নিয়াঙ্কা কাঁপিয়ে দিলেন BAFTA-র মঞ্চ । ছবি- ইনস্টাগ্রাম ।