• অনেকেই বলেন, যদি সত্যিই সুহানা দেশবাসীর মন থেকে বর্ণবিদ্বেষের প্রবণতা মুছে ফেলতে চান, তাহলে সেই প্রচেষ্টা আগে ঘর থেকে শুরু করা উচিত । শাহরুখ খান, যুব সমাজের আইকন, অত বড় একজন নায়ক হয়ে কী করে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেন ! সুহানার উচিত আগে নিজের বাবা’কে নিষেধ করা ।