1/ 4


• এতদিন শুধু রটছিল, এবার তো রীতিমতো সানাই বেজে উঠল ! হ্যাঁ, বলিউডের অন্দরে উড়ে চলা হাওয়ায় আপাতত একটাই খবর ৷ মলদ্বীপেই নাকি এনগেজমেন্ট সেরে ফেলেছেন মালাইকা-অর্জুন ৷
2/ 4


• প্রথমে শোনা গিয়েছিল, ১৯ এপ্রিল নাকি চার হাত এক হবে অর্জুন-মালাইকার ৷ কিন্তু তাঁর আগে এই জুটির মলদ্বীপ ট্যুর নিয়ে বেশ দানা বাঁধছে ৷
3/ 4


• মলদ্বীপ থেকে একের পর এক হট অ্যান্ড সেক্সি ছবি পোস্ট করেছেন খান পরিবারের প্রাক্তন বধূ ৷ ছবিতে দেখা যাচ্ছে নিজের গার্লস গ্যাংয়ের সঙ্গে দাদার মস্তি করছেন তিনি ৷ তবে এখানে বয়ফ্রেন্ড অর্জুনের কোনও ছবি দেখা যায়নি ৷