

• বলিউডের আইটেম গার্ল ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী । মালাইকা আরোরা খান । তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই । তা আরবাজ খানের চয়েস আছে বলতে হবে । এ বার তাঁর মন মজেছে জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সৌন্দর্য্যে । ছবি-ইনস্টাগ্রাম ।


• সম্প্রতি ইনস্টাগ্রামের দেওয়ালে যেন আগুন ধরালেন জর্জিয়া । দুবাইয়ের সমুদ্র সৈকতে বিকিনিতে তুললেন ঝড় । তাঁর শরীরের খাঁজ বেয়ে যেন মাখন চলকে উঠছিল । ছবি-ইনস্টাগ্রাম ।


• জর্জিয়া ইতালিয়ান মডেল ও অভিনেত্রী । বেশ কিছুদিন ধরেই আরবাজ খানের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে কানাঘুঁষো শোনা যাচ্ছে । ছবি-ইনস্টাগ্রাম ।


• লকডাউনের সময়ও বহুদিন একসঙ্গে কাটিয়েছিলেন তাঁরা । সে ব্যাপারে অবশ্য খোলাখুলি প্রকাশ্যেই কথা বলেছেন জর্জিয়া ও আরবাজ । এই সময়টা তাঁরা একে অপরকে আরও ভালভাবে চিনতে পেরেছেন, এমনটাও জানিয়েছিলেন জর্জিয়া । ছবি-ইনস্টাগ্রাম ।


• তবে বিয়ের কথা জিজ্ঞাসা করতেই জর্জিয়া জানিয়েছিলেন, মানুষের যা যা ভাবতে ইচ্ছা করছে, তা তাঁরা ভাবতে পারেন । কিন্তু যখন বিয়ের সময় আসবে আমি নিজেই সবাইকে সবকিছু জানিয়ে দেব । তার আগে যদি তাঁরা অতিরিক্ত কিছু ভাবতে চান, তাহলে ভাবতেই পারেন । কারণ কারও মনের উপর তাঁর নিয়ন্ত্রণ নেই । ছবি-ইনস্টাগ্রাম ।


• শ্রেয়স তালপাড়ের বিপরীতে ইতিমধ্যেই ‘ওয়েলকাম টু বজরঙ্গপুর’ নামের একটি ছবিতে দেখা গিয়েছিল জর্জিয়াকে । শর্ট ফিল্ম ‘ভিক্টিম’-এ তাঁর অভিনীত আইনজীবীর চরিত্রটিও যথেষ্ট প্রশংসা পেয়েছে । ছবি-ইনস্টাগ্রাম ।


• সামনেই মুক্তি পাবে ‘শ্রীদেবী’স বাংলো’র আইটেম নম্বর । যেখানে আরবাজ কান আর প্রিয়া ওয়ারিওরের সঙ্গে দেখা যাবে জর্জিয়াকে । ছবি-ইনস্টাগ্রাম ।