

▪️বিরাট কোহলি রান্নাঘরেও ছক্কা হাঁকাচ্ছেন ! শুধু ব্যাট হাতেই তিনি সেরা নন, খুন্তি হাতেও তিনি অনবদ্য৷ এই লকডাউনে তা তিনি প্রমাণ করেছেন৷ এবং তার ব্যাপক প্রচার করেছেন স্ত্রী অনুষ্কা৷


▪️লকডাউনে দুর্দান্ত কাপল গোল দিয়েছেন এই তারকা দম্পতি৷ একসঙ্গে বসে ইন্ডোর গেম খেলেছেন তো বিরাটের চুল ছেঁটে দিয়েছেন অনুষ্কা৷ আসলে এমনিতে দু’জনেই খুবই ব্যাস্ত নিজের নিজের কাজে৷ লকডাউনের ফলে তাঁরা এখন একসঙ্গে বাড়িতে রয়েছেন৷ ফলে একসঙ্গে থাকাটা উপভোগ করছেন৷


▪️এরই মধ্যে বিরাট বউয়ের জন্মদিনে বানিয়েছিলেন কেক৷ তা খুবই সুস্বাদু হয়েছিল বলাই বাহুল্য৷ এরপর একে একে তিনি বেশ কিছু ডিশ বানিয়েছেন৷


▪️এবার তিনি বাড়িতেই বানিয়ে ফেললেন চকোলেট একলেয়ার্স৷ যারা পেস্ট্রি খেতে ভালবাসেন, তাদের জন্য এটি খুবই পছন্দের একটি ডিশ৷ অনুষ্কাও এটি চেটেপুটে খেলেন একেবারে ডায়েট ভুলে৷ এবং তার ছবি সকলের সঙ্গে ভাগ করে নিতে ভুললেন না!