

*১১ জানুয়ারি বাবা-মা হয়েছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা। ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চরম গোপনীয়তা বজায় রাখা হয়েছিল সেলিব্রিটি জুটি এবং তাঁদের পরিবারের নতুন অতিথির বিষয়ে। কোনও ফুল বা উপহার পর্যন্ত নিয়ে যাওয়া বা পাঠানোর ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা ছিল। ছবি: ইনস্টাগ্রাম।


*মেয়ে হওয়ার পরে প্রথম খুশির খবর সারা পৃথিবীর মানুষকে জানিয়েছিলেন গর্বিত বাবা বিরাট। সঙ্গে জানাতে ভোলেননি, তাঁদের যেন প্রাইভেসি যেন কোনওভাবেই নষ্ট না করা হয়। কারণ, জীবনের অন্যতম সুন্দর এই মুহূর্তটা তাঁরা এক্কেবারে নিজেদের মতো করেই থাকতে চান। ছবি: VIRAL VHAYANI ইনস্টাগ্রাম।


*মা হওয়ার ১১ দিনের মাথায় আজ বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে এলেন 'নতুন মা' অনুষ্কা শর্মা। সঙ্গে ছিলেন বিরাটও। বান্দ্রার ক্লিনিকে আজ দুজনে গিয়েছিলেন কিছু সময়ের জন্য। সেখানেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন। তবে হতাশ করেননি তাঁরা। ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। হাত নেড়ে অনুরাগীদের প্রতি ভালবাসা জানিয়েছেন। ছবি: VIRAL VHAYANI ইনস্টাগ্রাম।


*এ দিন বান্দ্রার ক্লিনিকে অনুষ্কাকে দেখা গিয়েছে ডেনিম শার্ট এবং ডেনিম স্কিনি জিনসে। সঙ্গে বহুমূল্য স্লিং ব্যাগ। মাস্কে ঢাকা ছিল মুখ। বিরাট পড়েছিলেন কালো শার্ট-প্যান্ট। তবে অনুষ্কা ক্যামেরার সামনে আসতেই চোখ কপালে উঠেছে অনুষ্কার ফ্যানেদের। মেয়ে হওয়ার সপ্তাহ ঘোরার আগেই কীভবে রইল এমন মারকাটাতি ফিগার? তা নিয়ে শুরু হয়েছে জোড় চর্চা। ছবি: ইনস্টাগ্রাম।


*তবে নতুন বাবা-মায়ের যাতায়াত ক্যামেরাবন্দি করা গেলেও নতুন সদস্যকে দেখা যায়নি। ফলে কিছুটা হলেও হতাশ বিরুষ্কার ফ্যানেরা। যদিও মেয়ে হওয়ার আগেই অনুষ্কা জানিয়েছিলেন, তাঁদের সন্তান ছেলে হোক বা মেয়ে, তাকে সচরাচর ক্যামেরার সামনে আনতে চান না তাঁরা। ছবি: VIRAL VHAYANIইনস্টাগ্রাম।


*প্রসঙ্গত, ওয়ারলির হাইরাইজ 'ওমকার-১৯৭৩'-র টাওয়ার সি'র ৩৪ তলায় থাকেন বিরুষ্কা। আবর সাগরমুখী এই বহুতলের সবচেয়ে দামি ও বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি নাকি তাঁদের। ৭,১৭১ স্কোয়ার ফুটের এই রাজকীয় বাড়িতে এসেছে নতুন সদস্য, স্বাভাবিকভাবেই মেয়ের আগমনে পালটেছে বাড়ির অন্দরসজ্জাও। মা লক্ষ্মীর আগমনে সেখানে এখন আলোর রোশনাই। ছবি: VOOMPLA ইনস্টাগ্রাম।