1/ 6


বিগত কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের বাবা। জটিল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, স্বস্তিতে মেয়ে! মা বন্দনা ফডনিস, ভাই অর্পণ লোখান্ডে ও বাবা শশীকান্ত লোখান্ডের সঙ্গে নানা সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন অঙ্কিতা।
3/ 6


বাবা হাসপাতাল থেকে ফেরার পর ইনস্টাগ্রামে অঙ্কিতা লিখেছেন, ' বাবা তুমি হাসপাতাল থেকে ফিরে এসেছো, তোমায় সুস্থ দেখে আমি সবথেকে বেশি খুশি হই! কথা দিচ্ছি সারাজীবন শর্তহীনভাবে তোমার যত্ন নেব, ঠিক যেভাবে তুমি আমার এবং আমাদের পরিবারের খেয়াল রেখে আসছ'।