

সিমলায় বর্তমান প্রেমিক ভিকি জৈনের সঙ্গে ছুটি আপাতত ছুটিকাতাচ্ছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে! কখনও ভিকির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, কখনও সুইমিং পুল-এ কালো সুইম স্যুট-এ জলকেলি... ইনস্টাগ্রামে প্রতিনিয়ত ছবি-ভিডিও পোস্ট করছেন অভিনেত্রী


ব্যাকলেস সুইম স্যুটে সুইমিং পুলে অঙ্কিতা। ক্যাপশানে লিখেছেন, '' নিজেকে সহজ বর্নিত করে তুল না! সবাইকে তোমায় নিয়ে ভাবতে দাও"


সুশান্তের মৃত্যুর পর রাতারাতি লাইমলাইটে চলে আসেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে! সেই সময় তাঁকে প্রতিনিয়ত সুশান্তের সুবিচার চেয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে! তাঁর প্রতি সুশান্ত অনুরাগীদের সহানুভূতি উপচে-উপচে পড়েছিল! সেই থেকে বলা চলে সোশ্যাল মিডিয়া স্টার হয়ে উঠেছেন 'পবিত্র রিসতা' নায়িকা!


কিন্তু সুশান্তের মৃত্যুর পর কয়েক মাস কাটতে না কাটতেই জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসাতে অঙ্কিতাকে নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা! সুশান্তের ফ্যানেদের প্রশ্ন, '' যে কিছুদিন আগেই সুশান্তের জন্য এত কাঁদল, সে এত কম সময়ে কী করে সব ভুকলে গিয়ে পার্টি- ফূর্তি আনন্দে মেতে উঠতে পারে? তাও নিত্যদিন?''