সুশান্তের সুপ্ত স্বপ্ন ছিল এটাই! মৃত্যুর ৮৪ দিনের মধ্যেই পূরণ করলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা
সুশান্তের দু'চোখ ভর্তি একাধিক স্বপ্ন ছিল। সুশান্তের লিখে যাওয়া ৫০ ইচ্ছার মধ্যে তার মধ্যে যেমন রয়েছে তাঁর চাঁদে পাড়ি দেওয়ার স্বপ্নের কথা। তেমনই ছিল এই স্বপ্নটাও।


*সুশান্তের দুচোখ ভর্তি একাধিক স্বপ্ন ছিল। সুশান্তের লিখে যাওয়া ৫০ ইচ্ছার মধ্যে তার মধ্যে যেমন রয়েছে তাঁর চাঁদে পাড়ি দেওয়ার স্বপ্নের কথা। তেমনই ইচ্ছা ছিল বৃক্ষরোপণের। কিন্তু বহু স্বপ্নই অধরা রয়ে গিয়েছে। ফাইল ছবি।


*অভিনেতার মৃত্যুর ৮৪ দিনের মাথায় সেই স্বপ্ন পূরণ করলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে। সুশান্তের স্বপ্নপুরণে ১০০০ চারাগাছ কিনেছেন তিনি। ফাইল ছবি।


*সুশান্ত ১০০০টা গাছ লাগানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে এই কাজ করছেন অঙ্কিতা। ইতিমধ্যেই সুশান্তের দিদি শ্বেতা সিং #Plants4SSR হ্যাশট্যাগে প্রচার শুরু করেছেন। সেই উদ্যোগেই যুক্ত হচ্ছেন অঙ্কিতা। ফাইল ছবি।


*রবিবার সন্ধ্যায় অঙ্কিতাকে মায়ের সঙ্গে নার্সারিতে যেয়ে দেখা যায়। সেখানে গাছের চারা কিনছিলেন তিনি। তখনই অভিনেত্রী সুশান্তের স্বপ্নপূরণের উদ্যোগে তাঁর যোগদানের কথা স্পষ্ট করেন। ফাইল ছবি।


*ইতিমধ্যেই সুশান্তের দিদি অভিনেতার অনুরাগীদের কাছে বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দিয়েছেন। ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। সোশ্যাল মিডিয়ায় চলছে তার প্রচার। ফাইল ছবি।