সুশান্তের মৃত্যুতে বিধ্বস্ত অঙ্কিতা, সর্বক্ষণ আগলে রাখছেন বয়ফ্রেন্ড ভিকি জৈন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে! প্রতিনিয়ত যখন সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে উঠে আসছে নয়া তথ্য, খোঁড়া হচ্ছে অতীতের কবর, তখন স্বাভাবিকভাবেই বিধ্বস্ত অঙ্কিতা। আর এই টালমাটাল পরিস্থিতিতে অঙ্কিতার পাশে দাঁড়িয়েছেন বয়ফ্রেন্ড ভিকি জৈন!


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে! প্রতিনিয়ত যখন সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে উঠে আসছে নয়া তথ্য, খোঁড়া হচ্ছে অতীতের কবর, তখন স্বাভাবিকভাবেই বিধ্বস্ত অঙ্কিতা। আর এই টালমাটাল পরিস্থিতিতে অঙ্কিতার পাশে দাঁড়িয়েছেন বয়ফ্রেন্ড ভিকি জৈন!


৬ বছরের দীর্ঘ সম্পর্ক ছিল অঙ্কিতা আর সুশান্তের। ২০১৬ সালে ব্যক্তিগত কারণে দুজনের ব্রেক আপ হয়ে যায়। ২০১৭ সাল থেকে ভিকি জৈনের সঙ্গে সম্পর্ক অঙ্কিতার।


সুশান্তের মৃত্যুর পর প্রতিদিন নানা কারণে অঙ্কিতাকে টানাহিঁচড়া করা হচ্ছে! স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন অঙ্কিতা! এই টালমাটাল পরিস্থিতিতে কোনও প্রশ্ন না করে, অঙ্কিতাকে সামলে রেখেছেন ভিকি।


ভিকি জৈন পেশায় ব্যবসায়ী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অঙ্কিতা ও সুসান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি, প্রতি মুহূর্তে অঙ্কিতাকে সমর্থন করছেন, সমস্তরকম সাহায্যও করছেন।


গতবছর এপ্রিল মাসে প্রকাশ্যে চুমু খেয়ে সম্পর্কের কথা সামনে আনেন অঙ্কিতা আর ভিকি। মুম্বইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে অঙ্কিতা আর ভিকির সেই ঘনিষ্ঠ চুম্বনের মূহূর্তর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন টেলিভিশনের অভিনেতা অর্জুন বিজলানি। দেখা যায়, নাচতে নাচতে ভিকিকে জড়িয়ে ধরে চুমু খান অঙ্কিতা।


অঙ্কিতার ফ্ল্যাটের নেমপ্লেটে এখনও সুশান্তের নাম রয়েছে, ঘরের দেওয়াল জুড়ে সুশান্তের ছবি। কিন্তু এ'সব নিয়ে কখনও কোনও অশান্তি করেননি ভিকি। কোনওদিন অঙ্কিতাকে প্রশ্ন করেননি, 'প্রাক্তন প্রেমিকের ছবি এখনও কেন ?''


বহু পুরনো ছবি। অঙ্কিতার বর্তমান বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে পার্টি করছেন সুশান্ত। রয়েছেন টেলিভিশনের অন্য অনেক তারকাও।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা একটি ছবি পোস্ট করেছেন, দুই যমজ শিশুকে কোলে নিয়ে রয়েছেন অঙ্কিতা । দেখেই বোঝা যাচ্ছে, তিনি খুব খুশি । ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘আমাদের পরিবারে আবার আনন্দ এসেছে- নতুন জীবন শুরু হল । আমাদের পরিবার এদের জন্মে আরও পরিপূর্ণ হল । ওয়েলকাম আবীর ও আবীরা ।’’ অঙ্কিতার দিদি ও জামাইবাবুর সন্তান আবীর ও আবীরা। এই পোস্টে ভিকি জৈনকেও ট্যাগ করেন অঙ্কিতা