

প্রেম কখনও বয়স দেখে আসে না। প্রেম আসে মনের টানে। তাই বয়সের গাড়ি যতই ছুটে চলুক না কেন, মন এক হলে যেকোনও বয়সেই বসা যায় বিয়ের পিঁড়িতে। বলি থেকে টলি পাড়ায় এমন অনেক সেলেব রয়েছেন যারা ৪০ পেরিয়ে বিয়ে করেছেন, সুখে করছেন ঘর সংসার।


যেমন আমির খান। প্রথম বিয়ে করেন রিনা রায়কে। ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার ছিল। কিন্তু ৪০ পেরিয়ে তাঁর জীবনে এল নতুন প্রেম কিরণ রাও। প্রথম বউকে ডিভোর্স দিয়ে সংসার বাঁধেন আমির। এবং সুখেই আছেন তাঁরা।


সইফ আলি খান ও করিনা কাপুরের জুটিও সুপারহিট। প্রথম বউ অমৃতা সিংকে ডিভোর্স দিয়ে ২০১২-তে সইফ বিয়ে করেন বয়সে অনেকটাই ছোট করিনাকে। তৈমুরকে নিয়ে তাঁদের সুখের সংসার। মার্চেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা কাপুর খান।


সঞ্জয় দত্ত ৪৮ বছর বয়সে বিয়ে করেন মান্যতাকে। সঞ্জয়ের তৃতীয় পক্ষের স্ত্রী মান্যতা। তাঁর প্রথম স্ত্রী ছিলেন রিচা শর্মা। দু’জনে বিয়ে করেছিলেন ১৯৮৭ সালে। ১৯৯৬ সালে রিচা মারা যান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে। ১৯৯৮ সালে সঞ্জয় বিয়ে করেন রিয়া পিল্লাইকে। সেই বিয়েও ভেঙে যায়। এখন মান্যতা ও যমজ সন্তান নিয়ে সুখেই করছেন সংসার।


বহুদিন বিপাশা বসুর সঙ্গে জনের ছিল প্রেম। তবে বিয়ে পর্যন্ত গড়াইনি সেই সম্পর্ক। এর পর ৪০ পেরিয়ে জন বিয়ে করেন প্রিয়া রঞ্চলকে।


প্রীতি জিন্টা ৪০ পেরিয়ে বিয়ে করেছেন ব্যবসায়ী গুডএনাফকে। চুটিয়ে সংসার উপভোগ করছেন তিনি। বিয়ের পর আর সেভাবে কাজ করেননি প্রীতি।


৪২ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী পূজা বাত্রা। অভিনেতা নবাব শাহকে বিয়ে করে সুখেই আছেন তিনি।


উর্মিলা মাতণ্ডকর ৪০ পেরিয়ে বিয়ে করেন মোহসিন আখতারকে। মোহসিন একজন বিজনেস ম্যান এবং মডেল। এরপর উর্মিলার রাজনীতিতে যোগ।