

♦ প্রতিশ্রতি দিয়েছিলেন পাশে দাঁড়াবেন ৷ আর সেই মতো কথা রাখলেন বলিউডের শাহেনসা অমিতাভ বচ্চন ৷ ছবি: অভিতাভ বচ্চনের ব্লগ ৷


♦ ঋণের প্রবল ভারে ডুবে প্রায় দু’ হাজারেরও বেশি কৃষকদের সাহায্য করলেন বিগ বি। ছবি: অভিতাভ বচ্চনের ব্লগ ৷


♦ ৭৬ বছর বয়সি এই অভিনেতা নিজের ব্লগে এ কথা জানিয়েছেন খোদ। তিনি লিখেছেন, “প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করলাম। বিহারের ২১০০ জন কৃষকের ব্যাংক লোনের টাকা এককালীন মধ্যস্থতার মাধ্যমে মিটিয়ে দিলাম। ছবি: অভিতাভ বচ্চনের ব্লগ ৷


♦ অমিতাভ এদিন নিজের বাসভবনে সেই কৃষকদের মধ্যে কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁদের হাতে ব্যাংকের বকেয়া টাকা তুলে দেওয়ার জন্য। ছবি: অভিতাভ বচ্চনের ব্লগ ৷


♦ এ প্রসঙ্গে অমিতাভ তাঁর ব্যক্তিগত ব্লগে লিখেছেন, “কৃষকদের কয়েকজনকে নিজের বাড়িতে ডেকে শ্বেতা ও অভিষেকের হাত দিয়ে তাঁদের হাতে ঋণশোধের কাগজপত্র তুলে দেওয়া হয়েছে।” ছবি: অভিতাভ বচ্চনের ব্লগ ৷


♦ ঋণ শোধের যাবতীয় কাজ সারার পর কৃষকদের সঙ্গে একসারিতে দাঁড়িয়ে ছবিও তোলেন বিগ বি, অভিষেক এবং শ্বেতা। ছবি: অভিতাভ বচ্চনের ব্লগ ৷


♦ বিগ বি’র এহেন প্রয়াস অবশ্য নতুন নয়। এর আগেও তিনি উত্তরপ্রদেশের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তাঁদের দুর্দিনে। ছবি: অভিতাভ বচ্চনের ব্লগ ৷