সম্প্রতি ৫৫ তম জন্মদিনে স্ত্রী অঙ্কিতার সঙ্গে গোয়ায় পাড়ি দিয়েছিলেন এভারগ্রিন মিলিন্দ সোমন! সেখানেই জন্মদিনের সকালে গোয়ার সমুদ্রসৈকতে নগ্ন হয়ে দৌড়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিলিন্দ নিজেই।
2/ 6
স্ত্রীর তোলা সেই ছবির মাধ্যমে নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছাও জানান মিলিন্দ সোমন। এই বয়সেও এত ফিটনেসের কারণে মিলিন্দের তারিফ করেন বলিটাউনের অনেক তারকাই। কিন্তু এর পরই শুরু হয় বিতর্ক৷
3/ 6
হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গোয়ার পুলিশ সুপার পঙ্কজ কুমার সিং অভিনেতা-মডেলের বিরুদ্ধে এফআইআর-এর কথা স্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, সোমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (অশ্লীলতা) ধারার সঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের কয়েকটি অনুচ্ছেদে মামলা করেছে পুলিশ৷
4/ 6
মিলিন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই সরব হন অভিনেত্রী পূজা বেদী। তিনি ট্যুইট করেন, '' মিলিন্দের নগ্ন হয়ে দৌঁড়ানোর মধ্যে কোনও অশ্লীলতা নেই। উলটে যাঁরা এই ছবিটাকে অশ্লীল বলছেন, তাঁদের মনেই পাপ!''
5/ 6
পাশাপাশি পূজার দাবি, নগ্নতা যদি অপরাধ হয়, তাহলে নাগা বাবাদেরও গ্রেফতার করা উচিত।
6/ 6
প্রসঙ্গত, শুধু মিলিন্দ সোমন নয়, গোয়ায় জন্মদিন উদযাপন করতে নগ্ন হয়ে ফোটো ও ভিডিও শুট করেন মডেল পুনম পান্ডেও। গোয়ার চাপোলি ড্যামে অশ্লীল ভিডিও শুটের দায়ে গ্রেফতার করা হয় পুনমকে, যদিও আপাতত তিনি জামিনে মুক্তি পেয়েছেন।