

অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার পেয়েছে সিবিআই! মুম্বই পুলিশের উপর আস্থা হারানো সুশান্ত অনুরাগীরা খানিক স্বস্তিতে! তদন্তে গতি আনতে তৈরি হয়েছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম, নেতৃত্বে আইপিএস অফিসার ও সিবিআই জয়েন্ট ডিরেক্টর মনোজ শশীধর এবং আর এক তুখড় মহিলা আইপিএস অফিসার, নাম গগনদীপ গম্ভীর। সুবিচারের আশায় আপাতত এই দুঁদে টপ কপ-এর দিকেই তাকিয়ে গোটা দেশ! কে এই গগনদীপ গম্ভীর ?


১৯৭৮ সালে বিহারের মুজফ্ফরপুরে জন্ম গগনদীপ গম্ভীরের। মাধ্যমিকের পর চলে আসেন পঞ্জাবে। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গ্রাডুয়েট হন গগনদীপ, ইউনিভার্সিটি টপারও ছিলেন!


ইউপিএসসি পরীক্ষায় টপ র্যাঙ্ক নিয়ে পাশ করেন গগনদীপ গম্ভীর, যোগ দেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে। নানা জটিল কেস-এ কামাল দেখিয়ে খুব কম সময়েই জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন ২০০৪ ব্যাচের দামাল আইপিএস অফিসার গগনদীপ।


১৫ বছরের বেশি সময় ধরে পুলিশের চাকরি করছেন গগনদীপ গম্ভীর। ভারতের পশ্চিমের নানা রাজ্যে ইতিমধ্যেই সিনিয়র সুপারিনটেনড্যান্ট অফ পুলিশের পোস্ট সামলেছেন । গত দেড় বছর ধরে তিনি সিবিআই-এর ডেপুটি ইনস্পেক্টর জেরালের অফ পুলিশ (ডিআইজি) পদে রয়েছেন।


তদন্ত করছেন বিজয় মালিয়ার আর্থিক তছরুপএর মামলাও। দায়িত্বে রয়েছেন ২০১৬-তে শুরু হওয়া অগাস্তা ওয়েস্টল্যান্ড স্ক্যামের তদন্তেরও।


গগনদীপ গম্ভীরের হাতে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের খনি কেলেঙ্কারি মামলা।