• সাক্ষাৎকারে আলিয়া বলেন, যখন এই সময়টা চলে যায়, তখন প্রাথমিকভাবে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে যাই ৷ নিজেকে সবসময় আমি যুক্তি দিয়ে বোঝাতে থাকি, সম্ভবত এটা আমার কাজের জন্য বা হয়তো আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি তাই হচ্ছে ৷ সে সময় আমি কারও সঙ্গে দেখা করতে পারি না ৷ অদ্ভুত একটা ব্যক্তিত্ব গ্রো করে আমার মধ্যে ৷ কোনও কারণ ছাড়াই আমার কান্না পায় ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷